আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর মৃত্যু , বৃহত্তম জামাত ইসলামের মহিলা আমির বেগম জিয়ার জন্মদিন এবং বৃহত্তম জামায়াতে ইসলামীর সুশীল সমর্থকেরা

কিছুদিন আগে বেগম জিয়ার হজ যাত্রার সঙ্গী নিয়ে ব্লগে অনেক তোলপাড় হইলো । বৃহত্তম জামাতে ইসলামীর(বি এন পি +জামাত) সমর্থকেরা অনেক কান্নাকাটি করলো , কেউ সুশীল ভাব ধইরা কইলো "একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বয়স্ক একজন মহিলার নামে এধরনের কথা বলতে লজ্জা করেনা" । এইখানে , আমার মন্তব্য হলো মেডাম যাকে খুশী তাকে তার কাছাকাছি রাখুক সেটা তার ব্যাক্তিগত ব্যাপার , এ নিয়ে আমার কোন মন্তব্য নাই । এইবার , মেডামের সেইসব সুশীল ভক্তদের কাছে আমার একখান প্রশ্ন যে মহিলার স্বামী মুক্তিযুদ্ধ করেছে অথচ সেই মহিলা কিভাবে গোলাম আজমের মুক্তি চেয়ে মোনাজাত করে । পতিতাদেরও একটা নীতি আছে ,এখন আমার প্রশ্ন আপনাদের মেডাম কোন নীতির উপর চলে? "যে মহিলা , একটা পরিবারের সপরিবারে নৃশংস ভাবে নিহত হবার দিনটিকে বিকৃতভাবে আনন্দ উৎযাপনের জন্য নিজের জন্মদিন হিসেবে ঘোষনা করে , সেইরকম একটা বিকৃত রুচীর মহিলাকে মানুষ কিভাবে সন্মান করতে পারে (সাইকো দালাল ছাড়া)"। আমি এইখানে মেডামকে কোন গালি দেই নাই , তার কারন এই না যে আমি গালি জানিনা , ঐরকম বিকৃত রুচীর মানুষ আমার গালিরও যোগ্য না । কোন সুশীল সমর্থকের কিছু বলার আগে , আপনাদের মেডামের জন্মতারিখগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নিবেন। Click This Link আর যেইসব সুশীল বলবেন "ক্যান ১৫ ই আগস্ট কারো জন্মদিন হতে পারেনা" । তাদেরকে আমার উত্তর "ছাগলের বাচ্চা , হইতেই পারে , কিন্তু তোদের মত কিছু সাইকোরাই না হওয়া সত্ত্বেও ,জোর কইরা জন্ম নেয়"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.