আমাদের কথা খুঁজে নিন

   

গনজাগরন না আপনারা নিজেরাই দায়ী

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি দেখা যাইতেছে সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয়ের জন্য অনেক আওয়ামীলিগার আক্টিভিস্টই গণজাগরণকে কাঠগড়ায় দাড় করাইতেছে। তারা বলতেছে গনজাগরনের কারনেই হেফাজতের সৃষ্টি আর হেফাজতের কারনেই নাকি আওয়ামীলীগের পরাজয়। হেফাজত নাকি পাবলিককে গেলাইতে পারছে আওয়ামীলিগ ধর্মবিরোধী। এইসব দেখে আমার আগের কথা মনে পইরা গেলো, আমি আগেই বলছিলাম গণজাগরন শত্রু-মিত্র প্রকাশ্য করবে, আমাদের দেশের ক্ষত কত গভীর হয়েছে তা প্রমান হয়ে যাবে। আপনারা বুঝাইতেছেন শাহাবাগের কতিপয় নাস্তিকের কারনে আজকে আওয়ামীলিগকে ধর্ম বিরোধী হিসেবে প্রমান করতে পেরেছে হেফাজত , বিএনপি, জামাত।

আপনারা মনে হয় ভুইলা গেছেন যে, মুসলিম লীগ থেকে আলাদা হওয়ার পর থেকেই এই অপবাদ আওয়ামীলীগের পিছে পিছে ঘুরছে। ৫৪, ৭০ এর নির্বাচনে কিন্তু এই অপবাদ কাজে লাগে নাই কারন বঙ্গবন্ধু বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হইছিলো। তৎকালীন আওয়ামী নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের লক্ষ্যের কথা, তারা এইসব অপবাদের জবাব দিতে সক্ষম হয়েছে। সদ্য স্বাধীন দেশের ৭৩ এর নির্বাচনে হয়তো এই ঝক্কি ঝামেলা পোহাইতে হয় নাই কিন্তু আপনারা কি ভূলে গেছেন ৯৬ এর নির্বাচনের কথা। ধর্ম ব্যাবসায়ীদের অপপ্রচারের কথা কি ভূলে গেছেন? সেইসব অপপ্রচার কোন কাজে আসে নাই কেন জানেন কারন ৯৬ এ আওয়ামী লীগের মাধ্যমে এই দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং অসাম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী লোকজন স্বপ্ন দেখেছিলো।

২০০৮ এও কি কম অপপ্রচার চালানো হয়েছিলো কিন্তু তাতে কি কোন কাজ হয়েছে? হয় নাই । তাই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য, সাম্প্রদায়িক হামলা থেকে দেশকে মুক্ত করার জন্য, জঙ্গি দের ধ্বংস করার জন্য এবং সাধীনতা বিরোধীদের বিচারের জন্য জনগন আওয়ামীলীগকে ভোট দিয়েছিলো। এখন আপনারা বলেন, দেশে কি দুর্নীতি হয় নাই এই ৪ বছর? দেশের সংখ্যালঘু কি নিরাপদ ছিল এই ৪ বছর? কোন স্বাধীনতা বিরোধীর কি শাস্তি কার্যকর হয়েছে এখন পর্যন্ত? উত্তর হল না। আমি বলবো না আওয়ামীলীগ ভালো কিছুই করে নাই কিন্তু সাধারন মানুষের কাছে তাদের সফলতার কথা নিয়ে নেতা কর্মীরা কি গনসংযোগ করেছে? আজ রাস্তাঘাটে সব জায়গায় সরকারের বদনাম কিন্তু সেইটা প্রটেস্ট করার জন্য নেতা কর্মীদের তৈরি করতে হয় তা কি করতে পেরেছে আওয়ামী কেন্দ্রীয় নেতারা। দোষটা আওয়ামীলিগের, গনজাগরনের না।

যদি আওয়ামীলিগকে ভালোবাসেন, যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তবে শুইনা রাখেন গনজাগরনের কারনেই আজ দেশের প্রায় সকল ধর্ম ব্যাবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। পারলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ভন্ডদের বিরুদ্ধে সংগ্রাম করুন নতুবা চুপ থাকুন। নিজের দোষ অন্যের কান্ধে দেওয়া কাপুরুষের লক্ষন , কথাটা মাথায় রাইখেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.