আমাদের কথা খুঁজে নিন

   

আবার ২০ বছর পরে দেখব গনজাগরন ।

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সুশীল প্রতিক্রিয়া.....দেখেন’ত সুশীলের মত হইছে কিনা জাতীয় ঐক্য সৃষ্টির একটি মুহুর্তকে এভাবে গলাটিপে হত্যা করে...যারা দেশে সন্ত্রাস, বোমাবাজির রাজত্ব কায়েম করতে চায় তাদের উপর আর যাই হোক ভরষা করা যায় না । গনজাগরন মন্ঞকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারা যেমন চরম বোকার স্বর্গে বসবাস করছে....ঠিক তেমনি যারা এর বিরোধীতা করে এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদেরও স্থান হবে ইতিহাসের আস্থাকুড়ে । কেননা আপনি দেখেন ৫২ এর পরে ৭১ এরপর ৯০ এরপর ২০১৩....এই সংখ্যাগুলোর মধ্যে ২০ বছরের একটি চক্র খেলা করছে, এবং এই আন্দোলনগুলো সবই ছিল সাধারন ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ । ৫২,৭১,৯০ কে আমরা যেমন ভূলে যায়নি ঠিক তেমনি আমাদের আগামী প্রজন্মও ১৩কে ভূলে যাবেন না...তাই এমন কিছু করবেন না যাতে করে আপনার অনাগত ভবিষ্যতের কাছে পদে পদে লজ্জিত হতে হয় ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.