আমাদের কথা খুঁজে নিন

   

তালা চাবির গান

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে এবার ঈদে তালা চাবির গান ভীষন জমেছে-- কি বলেন সবাই?? আমার কিন্তু দারুন লাগছে, দেশের মন্ত্রী মহলে তালা চাবি নিয়ে এমন গান গাইবে তা হয়তো আমার মত কেউ ভাবেনি । আগে নামী দামী গায়িকার কণ্ঠে শুনেছিলাম মনের তালা চাবির কথা কিন্তু সরকার র্পযায়ে তালা চাবি নিয়ে এমন পরার্মশ সত্যিই আমার কাছে বিস্নয়কর । সৈয়দ আবুল মকসুদ(গবেষক, লেখক ও কলাম লেখক)প্রথম আলো পেপার, পৃষ্ঠা ১০, ১৪/৮/১২-- " চুরি-ডাকাতি করে কেউ যাতে পালাতে না পারে, সেই ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব । সরকারের কাজ চোরকে আটক করা । আদালতে বিচার করা । শাস্তি দেওয়া ।কোন উপদেশ নয়, সাজার ভয়েই চোর চুরি করার আগে দশবার ভাববে ।" কিন্তু হায় দুর্ভাগ্য-- নিরাপত্তার গান হিসাবে নিজ দায়িত্বে তালা চাবির উপদেশসমৃদ্ধ গানই শুনতে হচ্ছে সব নাগরিকের---------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।