যাহার পা-দুটা আছে, সেই ভ্রমণ করিতে পারে; কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না ! সে যে ভারি শক্ত। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। "ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন" শিরোনামে গতকাল প্রথম আলো স্বরাষ্ট্রমন্ত্রী 'পাহারা' খাতুনের যে মচৎকার বক্তব্য ছাপালো, তা থেকে ব্যাপক জ্ঞান এবং দিক নির্দেশনা লাভ করলাম। সবার উচিত পাহারা খাতুনের সম্পূর্ণ বক্তব্য মনোযোগ দিয়ে পড়ে তা আত্মস্থ করা।
খবরখানা একটু আগা-গোরা বিশ্লেষণ করে দেখি-
"স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না।
চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। "
- কিন্তু সমস্যা হচ্ছে এই রোজার মাসে আমি বেশ কয়েকজন বন্ধুর ছিনতাই কিংবা পকেটমার হওয়ার ঘটনা শুনলাম। অবশ্য তাদের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাবে সেই ছেলেমানুষি আশা করি না। 'পাহারা' খাতুনের কানের আশেপাশেও কড়া পাহারা থাকার কথা। সেই নিরাপত্তা বলয় ভেদ করে যাদের খবরাখবর তার কানে পৌঁছায়, তাদের আবার ছিনতাইয়ের শিকার হতে হয় না।
উপরতলার মানুষ বলে কথা। তারা নিজেরাই ছিনতাইয়ে ব্যস্ত থাকে !
"বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই। "
- সব তো ঠিকই ছিল।
মাঝখান থেকে রাস্তাঘাটের দুরবস্থার কথা বলতে গেলেন কেন ? রাস্তাঘাট সম্পর্কিত ভুল তথ্য ওনাকে কে দিল ?
রাস্তাঘাটের অবস্থা মাশাল্লাহ খুবই ভালো। আমি তো রাস্তাঘাটে ট্রাক, বাস, জাহাজ, নৌকা, প্লেন, হেলিকপ্টার, মহাকাশযান ইত্যাদি অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ সহবস্থানের মাধ্যমে চলাচল করতে দেখলাম !
সবশেষে ওনার যুগান্তকারী পরামর্শ-
"ঈদে বাড়ি গেলে ঘরে তালা লাগিয়ে যাবেন"
কী পরিমাণ বুদ্ধি যে উনি মাথায় ধারণ করেন আমি শুধু ভাবি আর অবাক হই, অবাক হই আর ভাবি ! উনি না বললে ষোল কোটি বাঙালির কারো এই অভাবনীয় চিন্তা মাথায় আসতো ? ঘরকে সার্বিকভাবে নিরাপদ রাখার কী দুর্দান্ত পদ্ধতি ! আমি তো ভাবতেছি বাড়ি না গেলেও পাহারা আপার প্রতি শ্রদ্ধার নমুনাস্বরূপ ঘরে তালা দিয়ে ভিতরে বসে থাকবো।
এদিকে জনৈক সাংবাদিক পাহারা আপাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন,
এই যে দেশের সার্বিক নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় জোরদার করা হলো, দেশের চোর-ডাকাতেরা যে না খেয়ে মারা পড়বে এ ব্যাপারে আপনার মন্তব্য কী ?
পাহারা আপা- তাদের কথা চিন্তা করে আমি একদম ফেডাপ। I am thinking যে I was open my door without কোন তালা। হে হে ! ( চিরাচরিত বুদ্ধিদীপ্ত হাসি ! )
সাংবাদিক- বাহ ! আপনার ইংরেজি জ্ঞান তো বেশ ভালো !
পাহারা আপার বুদ্ধিদীপ্ত মন্তব্য-
আরে, "৩০ দিনে আরবি শিখুন" বইটা ৪৮ ঘন্টা হইলো পড়তেসি।
ইংরেজি তো ভালো হবেই !!
( আবারো সেই হাসি ! ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।