কখনো কখনো বৃষ্টি যদি ঝরে দৃষ্টির পাতায় কখনো কি বন্ধু তোমার আমায় মনে পরে আমি পরে আছি কেমন কোথায়...........। পালতোলা নৌকা । শুধু নঙ্কা পাল তোলা যায় ধেয়ে.......... পরানের বালিকার মতো । ঢেউ বুক, দীরঘ দোল-খাওয়া অলস হাঁটার ঢং...... পরাজিত বালক্কে দেখি....ফড়িং বানায়, সুতো বাঁধে...দুম্রে ফেলে দেয় মুখ ঘুরিয়ে রাখে পিছিনে নদীর বুকে দীরঘ অদিগন্ত...স্রোতে-স্রোতে জল ভেঙ্গে সশব্দে গড়ায়....হয়তো চলে গেছে ব্রম্ম-নারী, হয়তোবা আসল সখীর চরে দুবে গেছে কালের বাউল আজ পাল তোলা নৌকা যায়....আজ ধেয়ে যায়...ঢেউ বুক....অবিন্যস্ত পা-ফেলেন.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।