প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই। সঙ্কলনটি ক্ষণজন্মা গীতিকার শতাব্দী সাহা মনি’র স্মরণে সম্পাদিত। শতাব্দীকে যিনি পথ দেখিয়েছিলেন, সেই স্বনামধন্য গীতিকার জি.কে.দত্ত, যাঁকে অনুসরণ করে শতাব্দী’র কলম গান লিখত, যাঁর অনুপ্রেরণায় শতাব্দীর পথ চলা, তা সত্যিই স্বার্থক হবে যদি শতাব্দী’র গান বেঁচে থাকে মানুষের হৃদয়ে, মানুষ মনে রাখে তার গানের বাণী, প্রচার মাধ্যমে তার গান প্রচারিত হয়, তার যোগ্য সম্মান তাকে দেয়া হয়, শিল্পীর কণ্ঠে যদি সে গান পরিবেশিত হয়, বিভিন্ন অনুষ্ঠানে যদি তার গান বাজানো হয় অথবা উচ্চারিত হয় তার নাম। হে গীতিকার তোমাকে প্রণাম। যেটুকু সময় তোমাকে পেলাম, তাতেই সবাই ধন্য হলাম। ক্ষমা কর আমাদের। তোমাকে বুঝতে পারিনি বলে, ধরে রাখতে পারিনি বলে, অনেক কষ্ট বুকে নিয়ে তোমাকে যেতে হল চলে। দেখুন লিংকটি Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।