পুরান আমি নব ভাবনায় বিভোর..
ঈদ উপহার সবাইকে একটা ছোটগল্প
মেয়েটা...
মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও)
...
কয়েকদিন ধরে বাচ্চাটি ঘুরাঘুরি করছে । বুঝতে পারছে না কার বাচ্চা এটি । বয়স কত হবে ? ৮ কিংবা ১০ । বয়স টা ঠিক ঠাঁওর করা যাচ্ছে না। কে এই বাচ্চা টা ।
বাচ্চাটি বললে ভাল ঘরের বাচ্চা বুঝবে অনেকে , বাচ্চা টা বললে গরিব লোকের বাচ্চাই মনে হয় । বাচ্চা মেয়েটা সারাদিন বাড়িময় ঘুরাঘুরি করছে । চেনা চেনা লাগে । চেনা কেউ নাকি ?
সবুর সাহেবের বয়স ৬০ । মিসেস সবুর এর প্রায় ৫৬ ছুঁইছুঁই ।
তাদের দুই ছেলে পড়াশুনা করতে গিয়ে আর দেশে ফিরেনি । এক ছেলে অস্ট্রেলিয়া আর একজন কানাডা থাকে । সবুর সাহেবের ছোট সংসার । তার সঞ্চিত অর্থ থেকে এই ফ্লাট টা কিনেছে । এখন রিটায়ার্ডমেন্ট টাকা রাখা আছে পোস্ট অফিসে ।
সেই টাকা দিয়ে দুজনের সুন্দর চলে যায় । কিন্তু কিছু টাকা নষ্ট হয়েছে বটে শেয়ার মার্কেটে । ...। ভাগ্য ভাল বলা যায় , নিঃস্ব হননি ।
বেশ কয়েকদিন ধরে সবুর সাহেব টেলিভিশন দেখতে বসলেই এই মেয়েটি সামনে হাটাহাটি করে ।
কিছু জিজ্ঞেস করলে উত্তর পাওয়া দুস্কর । মেয়েটা কি দুর্বোধ্য কথা বলে বুঝাও কঠিন ।
টু বি কনটিনিউউউউউউউ......
বাকিটুকু অন্য একদিন । ঈদের দিন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।