নিতান্তই আজাইড়া মানুষ আমি।
চোখের পাতায় কাজল মেখে,
নরম নরম পলক ফেলে-
ঐ মেয়েটা!
শারীর আঁচল টানতে গিয়েও-
মনের ভুলে আর টানেনা,
ঐ মেয়েটা!
কিসের আশায় একই পথে
রোজ বিকেলে একলা হাঁটে
ঐ মেয়েটা?
চকচকে রোদ, কনকনে শীত,
বরষা-কাদা; সব ঋতুতে অটল থাকে
ঐ মেয়েটা।
গাছের পাতায়, ছাদের মাথায়
ঠিক যখনি সন্ধ্যে নামে-
চিল শকুনের লালায় ভেজা শরীর বিকোয়
ঐ মেয়েটা!
আচ্ছা কেন বুকটা চেপে আর কাঁদেনা
ঐ মেয়েটা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।