রিজওয়ানুল ইসলাম রুদ্র মেয়েটা রিজওয়ানুল ইসলাম রুদ্র ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের স্মরণে নির্ঘুম কবি দেশলাই জ্বেলে থমকে দাঁড়ায় পিচের রাস্তায় মেয়েটার শরীরে অজস্র চিহ্ন ভেসে ওঠে নগ্ন চাঁদের আলোয় এখানে হায়েনার দল গভীর রাতে জেগে ওঠে, জোনাকিরা মশাল জ্বালে রক্তের দাগ না শুকোতেই বৃষ্টি পড়ে মেয়েটার ক্লান্ত শরীরে এমন পৃথিবী ছিলো আমাদের অস্তিত্বে? যেখানে জীবন পরাজিত প্রতিমুহূর্তে! এসব নষ্ট মানুষ, নষ্ট বিবেকের জালে ফুঁপিয়ে কাঁদছে রাতের শহরে... মেয়েটার শরীরে যুদ্ধের চিহ্ন শাড়ির আঁচল শতচ্ছিন্ন স্বজনের পরিত্যক্ত লাশের খোঁজে রাতভর মাথাটা তার ঝুলছে বৃত্তাকার দড়ির 'পর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।