আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি।আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। নির্জলা হুইস্কির গাঢ় তেজ দেখনি; আমাকে চিনে নিতে চেয়ছিলে? এখন লোটা কম্বল নিয়ে পালাও জলদি, যখন তখন বেরিয়ে আসবে উদর-চিতার দল আমার পেট চিড়ে... বুঝলে,আমাকে প্রেম শেখাতে এসো না, বহু আগেই ভেজে খেয়ে ফেলসি ওগুলো; মজা নিচ্ছ? নাও না যত খুসি।আমারো দিন আসবে। মনকে কেবল প্রবোধ দিয়ে যাচ্ছিঃ "অদ্য রজনীতে হয়নি সময়" ভয়ংকর যন্ত্রণাময় বিষগুলো বর্ণহীন হয়, জানতো?? আমিও প্রায় ফুজিয়ামার মত মৌনব্রত ধারণ করছি।সাবধানে থেকো। জোছনা,চাঁদ আমাকে ডাকে না আর; ঘুমের ঘোরে দুঃস্বাপ্নিক মৃদু অস্থিরতায়- তোমার মৃতদেহের ক্ষীণ ওম, অজানা প্রেইরীভূমির নির্জনতায় আমি খুঁজেছি বেঁচে থাকার রসদ। ভালবাসা নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।