খেলাটি সহজ বলে মনে হলেও ঠিক ততটা নয়, তবে বিড়াল যতই চালাক হোক না কেন মানুষের বুদ্ধির কাছে একসময় সে হার মানবেই । এখন কথা হলো কত দ্রুত সময়ের ভেতর তাকে কাবু করা যায় এবং বুদ্ধি খাটিয়ে তাকে ফাদে আটকানো যায়। আর এটা নির্ভর করবে ব্যক্তি বিশেষের বুদ্ধিমত্তার উপর । আসুন তাহলে পরখ করে নেই যার যার বুদ্ধিমত্তা । এখানে লিঙ্কের দেয়া ছবিতে সবুজ রংয়ের অনেকগুলো বিন্দুর সমন্বয়ে একটি বর্গক্ষেত্র দেখা যাচ্ছে যেখানে একটি বিন্দুর উপর একটি বিড়াল বসে আছে। আপনি যখনই সবুজ রংয়ের বিন্দুতে ক্লিক করবেন তখন বিন্দুটি গাঢ় সবুজ রং ধারণ করবে এবং বিড়ালটি তার স্থান পরিবর্তন করবে। এখন আমাদের কাজ হবে এই বিড়ালটি কোনভাবেই যেন বর্গক্ষেত্রটি টপকে পালাতে না পারে এবং এভাবে ক্লিকের সাহায্যে গাঢ় সবুজ রংয়ের বিন্দু বানিয়ে এমনভাবে পরিবেষ্টন করতে হবে যাতে বিড়ালটির নড়াচড়ার কোনো স্থান না থাকে। তাহলে শুরু করা যাক। বিড়ালকে আটকানোর পর যদি কেউ চান তার স্ক্রিনসর্ট দিতে পারেন। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।