আমাদের কথা খুঁজে নিন

   

জামাতীদের ধর্ম ব্যবসা

আমি একা নই......আরও অনেকে আমার সাথে । সরল মন নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে বহুবিধ কারণে ধর্ম ভিত্তিক রাজনীতি অবাঞ্ছিত। প্রথমত সারা পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করলে একটি বিরাট সত্য বেরিয়ে আসবে, আর তা হলো যখন সমাজে ধর্ম আর রাজনীতি একত্রিত হয়েছে তখনই দেখা দিয়েছে মারাত্তক বিশ্খৃংখলা। ধর্ম রাজনীতির অঙ্গনে সব সময় বিবেদ সৃষ্টিকারীর মাধ্যম হিসেবে কাজ করে। উদাহরণ সরূপ উল্লেখ করতে চাই,পশ্চিমা বিশ্বে শৃঙ্খলা ও স্থিতিশীলতা তখনই ফিরে এসেছে যখন রাজনীতিকে ধর্মমুক্ত ও ধর্ম কে ব্যাক্তিগত পর্যায়ে সীমিত করা হয়েছে।

বাংলাদেশে এর প্রেক্ষাপট বিচার করলে বলা উচিত যে স্বাধীন বাংলাদেশের মাটিতে ধর্ম ভিত্তিক রাজনীতি করার কোনও অধিকার নেই। কারণ মুক্তিযুদ্ধের সময় এরা ছিল গণহত্যার সক্রিয় সহযোগী। রাজাকার, আলবদর ছিল পাকিস্তানী বাহিনীর দোসর ও বুদ্ধিজীবী নিদনের বাস্তবায়ন কারি। এছাড়া আরও উল্লেখযোগ্য কারণ হলো এরা স্বাধীন বাংলাদেশের আদর্শিক ভিত্তি কে গ্রহণ করে না। এইখানে খুব বেশি কিছু উল্লেখ করার কিছু নেই, তবে উল্লেখ না করে পারছি না যদি ও জামাতিরা প্রকাশ্যে এর বিরোধিতা করবে, জামাতীদের নেতা গুয়াজম সব সময় বলে থাকে "বাংলাদেশ একটি মাটির নাম কোনও আদর্শের নাম নয়" তাহলে এরা বা তাদের অনুসারীরা বাংলাদেশ কে নইজেদের দেশ বলে থাকে ? যদি ও বিশ্বাস করি, গুয়াজমের মত একজন লোকের মুখে এই ধরনের কথা শোভা পায়, কার গুয়াজম এখনো পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানের পাসপোর্টধারী একজন কুলাঙ্গার।

এই ক্ষেত্রে কিছু প্রশ্ন অটোমেটিক এসে যায়। বাংলাদেশের আদর্শ যদি গুয়াজম, নিজামী দের কাছে গ্রহণ যোগ্য না হয়, তাহলে বাংলার মাটিতে তাদের রাজনৈতিক দল সংগ্রাম করছে কেন ? উদ্দেশ্য কী ? এই প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ কে যদি তারা ইরান ও পাকিস্তানের মত ইসলামী রাস্ত প্রতিষ্ঠার চেষ্টা করে তাহলে এটা হবে সম্পূর্ণ অযৌক্তিক ও পাগলের স্বপ্ন, কেন না ৪৭ থেকে ৭১ পর্যন্ত ইসলামী রাষ্টের অঙ্গ হিসেবে আমাদের যে অভিজ্ঞতা ও উপরন্ত ৭১ সালে ইসলাম রক্ষার নামে অগণিত নারী ধর্ষণ ও নিহত প্রাণের যে দৃশ্য তাতে করে ইসলামের নামে রাজনীতি মেনে নেওয়া অযৌক্তিক। প্রখ্যান্তরে জামাতীদের দেশ প্রেম হলো একটি নামমাত্র ধাপ্পাবাজি। আর তাই এইসব ভন্ড ও প্রতারক চক্র দের হাত থেকে স্বাধীন সারভৌমত্ত রাষ্টের নিরাপত্তা নিশ্চিত আমাদের ই করতে হবে তাদের কে প্রতিহত করার মধ্য দিয়ে। চলবে... তথ্য সুত্র:একাত্তরের ঘাতক জামাতে ইসলামীর অতীত ও বর্তমান প্রকাশনা : মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.