যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
যারে বাবা যে যায় লংকায় সেই হয় রাবণ ,বলার দিন শেষ । আপনি এখন বলতে পারেন যে যায় সরকারে সেই হয় সকল ক্ষমতার উৎস । সেটা জলপাই সরকার হোক ,রাজনৈতিক সরকার হোক কিংবা দল নিরপেক্ষ ভেজাল তত্তাবধায়ক সরকারই হোক ।
বর্তমানে রাজনীতিবিদদের আমলনামা সরকারের হাতে!! আর সরকার সকল রাজনীতিবিদ বিশেষ করে সংস্কার বিরোধী যারা তাদের এক আমল নামা দিয়ে ইহজীবনে রাজনীতির শখ পূর্ণ করে দিচ্ছে ।
সকল সরকারই নিজেদের সবচেয়ে ক্ষমতাধর এবং সপ্রতিভ মনে করে । এই সরকারও ব্যাতিক্রম নয় । এই সরকার রাজনৈতিক সরকার গুলোর চেয়েও চামবাজ , নির্বাচন আয়োজনের সরকার হলেও নির্বাচন ছাড়া মনগড়া সংস্কারে তারা বেশ ব্যস্ত । আবার যখনই জামাতীদের দুর্নীতি , ধর্ম ভিত্তিক রাজনীতি কিংবা যুদ্ধাপরাধের মতো বিষয় আসলেই তারা নির্বাচন আয়োজনের সরকার হয়ে যায় ।
সব মিলে সত্যি সেলুকাস !!
জামাত কোন দুর্নীতি করে নাই । সাফাই গাইল উপদেষ্টা । কবে যে শুনব এই সরকারের উপদেষ্টা বলবে , যুদ্ধ তো হয়েছে ভারত--পাকিস্থানের !!! শুধু এখন তাই বাকি ।
জামাতীরা একর পর এক সংবিধান বিরোধী , বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মশকরা করে যাচ্ছে অথচ রাষ্ট্রদোহী কাজকর্মের তো উপলব্ধিই নাই সরকারের বরং তারা জামাতকে উৎসাহী করছে ।
চাবিয়ে চাবিয়ে সরকার প্রধান বলে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংষগ্রহন অনভিপ্রেত !! কিন্তু প্রকৃত যুদ্ধাপরাধী নিদিষ্টি নয় !! সংবিধান না জেনেই কি এরা সরকার চালায় !!! যাদের সাধারণ ক্ষমা করা হয়নি আগে তাদের বিচার কর ।
তারা তো সু নির্দিষ্ট । আগের সরকার তো অনেক কিছু করেনি । তবে তোমরা লোক দেখানো ভালো হবার চেষ্টা করছ কেন ?? এই সরকার সবকিছু করতে পারবেনা !!! কেন পারবেন না ?? না পারার উদ্দেশ্য কি , কারো কাছে কি মাথা দেয়া !!! সদিচ্ছার অভাব কেন ??
নাকি জামাতরে এসাইনমেন্ট নিয়ে এই সরকার ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।