আমাদের কথা খুঁজে নিন

   

জামাতীদের কোরআনের অপব্যাখ্যা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

মৌলবাদী রাজনীতির ধারক জামাতীদের পক্ষে সবই সম্ভব। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা পবিএ কোরআন শরীফের উদ্ধৃতি অপব্যবহার করে এদেশবাসীকে হত্যা ও নির্যাতনের সাথে জড়িত ছিল। পড়ে দেখুন 1971 সালে দৈনিক সংগ্রামে 15ই সেপ্টেম্বরের খবরে কি বলা হয়েছে? মতিউর রহমান নিজামী যশোর জেলায় রাজাকারদের উদ্দেশ্যে সুরায়ে তওবার 111 ও 112 আয়াতের আলোকে সচেতন হওয়ার আহবান জানান। "...ঐ সকল ব্যক্তিকে খতম করতে হবে, যারা সশস্ত্র অবস্থায় পাকিস্তান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে"। এভাবেই তারা মুক্তিযুদ্ধের সাহসী জনতাকে দাবিয়ে রাখতে চেয়েছে। নিজে পড়ে দেখুন ঐ দু'টি আয়াত। না, সেখানে বলা হয়নি নিরীহ দেশবাসীকে হত্যার কথা। বলা হয়নি হত্যাযজ্ঞে নামতে। তারপরেও বলবেন, ইসলামকে এরা অনুসরণ করে? জামাতীরা ইসলামের মুখোশ পড়ে পবিএ ইসলামকে অবমাননা করে। রাজনৈতিক স্বার্থে কোরআন শরীফকে ব্যবহার করে? ধর্মভিওিক মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করার জন্য আর কতো দৃস্টান্তের দরকার? কেন তাহলে জামাতীদেরকে ধিক্কার দেব না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.