চার সিটি নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে মিডিয়ায় নানান কথা বলেছেন আওয়ামী লীগের নেতারা। সিটি নির্বাচনে পরাজয়কে গনতন্ত্রের জয় বললেও কেন তারা হারলেন তা জানাননি। কিন্তু তৃণমূলের নেতা-কর্মীরা এই রায়ে হতাশ। এই রায়ের কারণ, দলের অভ্যন্তরীণ কোন্দল, মেধাবী ও প্রবীণ নেতাদের প্রতি দলের অবজ্ঞাকে নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিয়ানীবাজার যুবলীগের নেতা। http://www.notun-din.com/?p=3324
যুবলীগ নেতার চিঠি.....
“প্রিয় নেত্রী
আপনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী হলে আমরা হলাম বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসুরী।
প্রিয় নেত্রী,
আপনি নিশ্চয়ই অবগত আছেন এবং বলেও থাকেন যে- তৃনমূলের কর্মীরাই দলের প্রাণ। কিন্তু দেখে আসছি, এটা শুধু কথার কথা। আসলে দলের প্রাণ হলেন ধনাঢ্য ব্যবসায়ী আর আপনার আস্থাভাজনরা। দল বিপদে থাকলে এরাই আবার বিদেশে পাড়ি জমান আপনার উপর সকল দোষ চাপিয়ে। ব্যর্থতার দায় যেমন আপনাকে নিতে হয়, তেমনি এই দায়ও নিতে হয় আমাদের।
দলের সুসময়ে এই সব লুটতরাজকারীরা নিজেরা যেমন খায় তেমনি তাদের শালা-শালি, আত্মীয়-স্বজনদের দিয়েও লুটপাট করায়। কিন্তু তার খেসারত দিতে হয় আপনাকে, আমাদেরকে।
বাকিটা..... http://www.notun-din.com/?p=3324
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।