ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো তোমার ভালোবাসা আমি শিকেয় তুলে রেখেছি সেই কবেই, ইদুরে খায়,বিড়াল গন্ধ শুকে, আমি ফিরেও তাকাই না। চুলোয় দিতে পারলে আরো ভালো হতো, কাঠ কয়লার সাথে ভেসে যেতো গঙ্গায়,সেই কবেই, তবু আগুন বলে কথা, আর যাই হোক,তোমার ভালোবাসা আমি চিতায় তুলতে পারিনা। তোমার ভালোবাসা আমি মাটিতে গর্ত খুঁড়ে পুতে রেখেছি সেই কবেই, মাটি চাপায় মাটি হয়ে গেছে হয়তো তোমার ভালোবাসা, একদিন চৈত্রের খরায় তুলে দেখব, শ্যাওলা জমল কিনা! তবু আগুনে পুড়তে দেবোনা। একদিন জলস্রোতে ভাসিয়ে দেবো তোমার ভালোবাসা, আর সুনামীর সাথে আগাছার মতো ভেসে বেড়াবে সাগরে, দিকহীন,গন্তব্য ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।