স্বপ্ন দেখি এবং চেষ্টা করি সত্যি করার বেশ কিছু দিন আগে আমি শেয়ার করেছিলাম অস্ট্রিয়ার একটা জেল খানার মজার কিছু তথ্য। আজ বলব দুনিয়া জুড়ে শব্দ, মানুষ ও প্রকৃতির কিছু আজব তথ্য ও সত্য।
চলুন তবে দেখা যাক এই সব কিছু আজব তথ্য
১। Facetious and abstemious এই দুইটা শব্দ হল এমন শব্দ যা কিনা সবগুলা vowel (স্বরবর্ণ) ধারন করে এবং টা vowel এর ক্রমানুযায়ী
২। "Adcomsubordcomphibspac" সবথেকে বড় আদ্যক্ষর ।
এটা নৌবাহিনী তে প্রশাসনিক নির্দেশ বোঝানর জন্য ব্যাবহার করা হয়।
৩। Stewardesses হল সবচেয়ে বড় শব্দ যা কিনা কী বোর্ড এ বাম হাত দিয়ে লিখা যায়।
৪। "Rhythms" হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিনা কোন সাধারন স্বরবর্ণ (vowel) ছাড়াই উচ্চারিত হয়।
৫। "Almost" হল সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ যা সঠিক বর্ণ ক্রম অনুযায়ী উচ্চারিত হয়।
৬। পৃথিবীতে মোট জনসংখ্যার ১১% বাম হাত দিয়ে লিখে।
৭।
মানব দেহের সম্পূর্ণ হাড়ের ২৫ % হাড় তার পায়ে অবস্থিত
৮। মানুষ তার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে তার ৯০ % ভুলে যায়।
৯। মানুষ সেই সব বিষয়ে স্বপ্ন দেখে যা সে জানে অথবা যা সে চিন্তা করে।
১০।
যত মানুষ স্বপ্ন দেখে তার ১২ % মানুষ এর স্বপ্ন হয় সাদা কালো । বাকি ৮৮% মানুষের স্বপ্ন রঙ্গিন ।
১১। মানুষ যখন ঘুমের মধ্যে নাক ডাকে তখন সে স্বপ্ন দেখে না।
১২।
একটি সতেজ আপেল এর ৮৪% শুধু পানি
১৩। বাদুড় হল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা উড়তে পারে
১৪। বিড়াল এর এক একটা কানে ৩২ টা করে মাসল থাকে.।
১৫। শিম্পাঞ্জি রা আয়নায় নিজেদের চিনতে পারে কিন্তু বাঁদর রা পারে না।
১৬। একটি গঙ্গা ফড়িং ২৫ মাইল/ ঘণ্টা উড়তে পারে এবং এরা বাঁচে মাত্র ২৪ ঘণ্টা।
১৭। একটা মাছ তার স্মৃতি ধরে রাখতে পারে মাত্র ৩ সেকেন্ড
১৮। একটা জলহস্তী যদি তার মুখ খুলে তাহলে অনায়াসে একটা ৪ ফুট এর বাচ্চা তার মুখের মধ্যে থাকতে পারবে।
১৯। মানুষের মাথা দেহ থেকে আলাদা করার পর ও ১৫ থেকে ২০ সেকেন্ড সচেতন অবস্থায় থাকে
২০। হামিং বার্ড সেকেন্ড এ ৯০ বার তার পাখা নাড়াতে পারে, মিনিটে প্রায় ৫০০০ বার, এবং হামিং বার্ড এর ওজন একটা পয়সার সমান।
কত আজব এই দুনিয়া। পোস্ট টি ভালো লাগলে আপনার মন্তব্য জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।