আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার কোথায় স্বার্থপরতা নাই।? সব কিছুতেই আছে আপন স্বার্থ।

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) ১ম পর্ব। ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লাহর খাস বান্ধা ব্যতীত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে। কি বিশ্বাস করেন নাই,? আমার কথা। তা হলে শুনেন পৃথিবীতে সবচেয়ে আপন কে- সবাই জানি জন্মদাত্রী “মা ”। মায়ের মত আপন আর কেহ নাই।

এই মা কে স্বার্থপর হিসাবে দেখেছি। আপন সন্তান দুইজনের মাঝে যে সংসারের জন্য বেশী বেশী টাকা পয়সা খরচ করতে পারে, তাকেই মা বেশী পছন্দ করেন। এটা একটা ছোট্ট উদাহরণ। কিন্তু এমনজন মানে নিঃস্বার্থ ব্যক্তি দুনিয়াতে নাই বললেই চলে, যারা আল্লাহ্‌র খাস বান্ধা আল্লাহ্‌র অশেষ রহমতের গুনা বলি আল্লাহ দয়া করে যাদের অন্তরে দান করে থাকেন তাহাদের কথা ভিন্ন। এমন ব্যক্তি দুনিয়াতে নাই বললেও ভুল হবে।

হাদিস শরীফে আছে প্রতি একশত বছর অন্তর অন্তর আল্লাহ তার নিজের দ্বীন কে ঠিকিয়ে রাখার জন্য ধরায় এমন মর্যাদা বান ব্যক্তির আগমন ঘটান। এমন ব্যক্তিরা এই দুই দিনের দুনিয়ার জন্য লোভ বা স্বার্থপরতাকে পশ্রয় দেন না। আমরা সাধারণ মানুষেরা সব কিছুতেই নিজেদের পয়দা খুঁজি। বন্ধুরা বন্ধুদের সাথে বন্ধুত্ব করে আপন আপন স্বার্থে, এই বন্ধুর মাধ্যমে হয়ত আমার এই কাজটা হতে পারে- বা এই ছেলেটির সাথে বন্ধুত্ব করতে পারলে, আমার মান সম্মান বাড়বে, অথবা এই ছেলেটির কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারব। এ ধরনের না না স্বার্থ ই জড়িয়ে থাকে আমাদের সম্পর্কগুলার মধ্যে।

আর এ জন্যই এসব সম্পর্ক বেশী দিন স্থায়ী হয় না। আবার একে বারে নিঃস্বার্থ বন্ধু বান্ধব ও নাই বলা যায়না, আছে এমন বন্ধু যে আপন বন্ধুর জন্য নিজের প্রিয় জান পর্যন্ত কোরবান দিতে পারে। এমন বন্ধু ই আসল বন্ধু। এমন বন্ধু আসলেই বিরল। যদি কেউ আপনার কোন উপকার করে ভাল করে চিন্তা করলে দেখতে পারবেন এর পিছনে কোন কোন স্বার্থ অবশ্যই জড়িয়ে আছে।

হোক সে আপন বাবা মা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন। আমি বিশ্বাস করিনা আপন স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করতে পারে। তবে স্বার্থ ছাড়া কেউ যদি আপনার কোন উপকার করেই ফেলে, তা হলে বুঝতে হবে এর উপর আল্লাহ্‌র খাস রহমত অবশ্যই আছে। আল্লাহ্‌র প্রিয় বান্ধারা যাই করে শুধু মাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে। এমন নিঃস্বার্থ আল্লাহ্‌র প্রিয় বান্ধাদের উপর সবসময় আল্লাহ্‌র রহমত নাজিল হতে থাকে।

এদের জন্য দুনিয়ার সমস্ত আল্লাহর সৃষ্টি ধুলা বালু পাথর কনা, জীব ও জড় পদার্থ সবাই আল্লাহর কাছে সুপারিশ করে দোয়া করতে থাকে। একটি ঘটনা বলি শুনেন একবার এক রাজার সফর সঙ্গী হিসাবে ছিলেন এমন একজন লোক যার কথা বলতেছিলাম। যিনি আল্লাহ্‌র অতি পছন্দের একজন, দরবেশ ছিলেন। রাজা সফরের জন্য সমুদ্র ভ্রমনে বাহির হলেন- সাথে আল্লাহ্‌র প্রিয় ঐ নিঃস্বার্থ দরবেশ কে নিয়ে। হটাত সমুদ্রর মাঝা মাঝি অবস্থায় আসার পর রাজার সাথে থাকা রানীর অনেক শখের একটা সুঁই পানিতে পড়ে গেল, রানী সাহেবা ঐ নৌকাটির এক কোনে বসে রাজার জন্য নিজ হাতে একটা সুয়েটার বুনছিলেন।

সুয়েটার বুনতে দুইটা সুঁই এর প্রয়োজন হয়, জানেন তো। রানীর তো ভীষণ মন খারাফ হল। রাজা তখন জিজ্ঞাসিলেন। কি ব্যাপার বেগম আপনার মন কেন মলিন। রানী বল্লেন সর্বনাস হয়ে গেছে, আমার সখের দুইটা সুঁই থেকে একটা সুঁই সমুদ্রের মাঝখানে পড়ে গিয়াছে।

রাজা বল্লেন এতে মন খারাফের কি আছে। আমরা কুলে ফিরেই আপনার জন্য এমন কয়েক ডজন স্বর্ণ সুঁই এর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। রানী সাহেবা মানতে নারাজ, না আমার ঐ সুঁই টি ই চাই যে টি পানিতে পড়ে গিয়াছে। রাজা মশাই ভীষণ বিপদে পড়ে গেলেন। হটাত করেই রাজার মনে পড়েগেল সাথে থাকা ঐ দরবেশের কথা।

রাজা দরবেশ কে বলিলেন, দরবেশ বাবা আপনি কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। দরবেশ একটু চিন্তা করে বল্লেন, আল্লাহ্‌ চাহে তো আমি এ বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারি। তবে লোকালয়ে ফিরলে কারো কাছে এ বিষয়ে কিছুই বলিতে পারিবেন না। আপনার রানী সাহেবাকে ও বলে দিন যাতে এ ব্যাপারে তিনি ও কাউকে কিছু না বলেন। রাজা বল্লেন ঠিক আছে এ বিষয়ে রাজ্যের আর কিউ কিছুই জানিতে পারিবে না।

চলিবে..................................... আমার নতুন সাইট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.