জীবন পরিবর্তনশীল । জীবনের সাথে পরিবর্তিত হয় সমাজ , মতবাদ ,নিয়ম ,ধারা । সময়ের সাথে সাথে পরিবর্তন আমার কাছে অনেকটা প্রাকৃতিক মনে হয় । যদিও পরিবর্তনগুলো হয় মানুষের দ্বারাই । কিন্তু মানুষও প্রকৃতির অংশ ।
সমাজের পরিবর্তনগুলো কোথাও হয়তো দ্রুত কোথাও ধীরে হয় । কিন্তু হয় এবং তা কঠিন থেকে সহজ , সহজ থেকে সহজতর হচ্ছে । কাল যা ছিল জটিলতায় পূর্ণ আজ তার স্থান হয়তো সমাজেই নেই । মানুষের জীবনের সাথে মেশেনা বা জীবনকে কঠিন করে ফেলে এমন ধারাগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে । অথবা মানুষ ত্যাগ করছে ।
জীবন হয়ে যাচ্ছে সহজ । এটা ইচ্ছা অথবা অনিচ্ছায় হয়ে যাচ্ছে । কোন নির্দিষ্ট সময় বা নিয়ম মেনে নয় । ব্যাস হয়ে যাচ্ছে । যারা ভাগ্যবান তারা হয়ে যাচ্ছি এই পরিবর্তনের সাক্ষী ।
সমাজের এই পরিবর্তনগুলো কোন নির্দিষ্ট সময় বা নিয়ম মেনে হয়না বলেই আমি এই পরিবর্তনগুলোকে বলছি প্রাকৃতিক ।
সাম্প্রতিক ঘটনা একজন অভিনেত্রীর ব্যাক্তিগত ভিডিও প্রকাশ পায় । যা ছিল তার বন্ধু বা স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের । খুব হইচই , বেশ মজা , সমালোচনা, সহানুভুতি , ঘৃণা , লজ্জা ,তারপর ???????????
একজন পুরুষের ও নারীর শরীরে কি আছে প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ জানে । যৌনতা অজানা বা অস্বাভাবিক কোন বিষয় নয় ।
এটা স্বাভাবিক এবং সুস্থ জীবনের একটা অংশ । কিন্তু প্রাকৃতিকভাবেই আমরা ভিন্ন লিঙ্গের প্রতি আকর্ষিত হই । যা আমাদের বংশ বিস্তারের মূল শর্ত ।
আমি অবশ্যই বলছিনা তার মানে আমরা আমাদের জীবনের এই অংশ ভিডিও করে তা দেখিয়ে বেরাবো । এটি অবশ্যই অবিবেচনা প্রসূত ও অনাকাঙ্খিত ।
তবে আমার জীবনের কিছু ভালো বা খারাপ লাগা থাকতে পারে । আর আমি আমার সবচেয়ে কাছের মানুষের সাথে শেয়ার করতেই পারি । কিন্তু আমার ভুলের কারনে হয়তো তা হয়ে যায় বিরাট ভুল । জীবনে নামে অভিশাপ ।
ভুল শুদ্ধ নিয়েই আমাদের জীবন ।
হয়ে যায় , মাঝে মাঝে কিছু ভুল । তাই বলে কি জীবন থেমে থাকে ? যদি থামেও তা কতক্ষন ? প্রকৃতি জীবন থামতে দেয়না । যে কোনভাবে তা এগিয়ে যাব , যাবেই । ভুল হবে , জটিলতা আসবে । আর এগুলো দুমড়ে মুচড়ে ছুড়ে ফেলে এগিয়ে যাবে মানুষ ।
এটাই নিয়ম । আর যে মুহূর্তে মানুষ এগুলো ছুড়ে ফেলে সেই সময়টাই হয় টার্নিং পয়েন্ট ।
কিছুদিন আগেও এধরনের কিছু ঘটনা ঘটেছে । কলেজ ছাত্রী , চাকুরীজীবী তরুণীদের জীবনে । পরবর্তীতে তারা চলে গেছে লোক চক্ষুর আড়ালে , কেউ বেছে নিয়েছে পরাজয় অর্থাৎ আত্মহত্যা ।
খুব বেশি পূর্বের ঘটনা নয় । কিন্তু প্রকৃতি তা মানবে কেন ?
হয়ে গেলো পরিবর্তন । মানুষ পরাজয়কে ছুড়ে ফেলে দিয়ে গেয়ে উঠলো জীবনের গান । সেই অভিনেত্রীকে এক মহানায়ক বিয়ে করলো ঠাক ঢোল পিটিয়ে । নিন্দুক আর সমাজের বুড়ো রীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ।
এই যুদ্ধে আরও শরিক হল সেই মহানায়কের মহান পরিবার ।
জানিনা সবাই আমার সাথে একমত হবে কিনা ? কিন্তু আমার কাছ থেকে অবশ্যই সেই ছেলেটি ও তার পরিবার শ্রদ্ধা আদায় করে নিয়েছে । আমি অবনত মস্তকে বিনা দ্বিধায় তাদের বলবো ' মহান' । আর মেয়েটিকে বলব যুগের সাহসী সন্তান । যে লড়তে জানে , জানে বাঁচতে , জীবনকে ছিনিয়ে আনতে ।
সে বীর , তাই মেয়েটির গলায় আজ জয় মালা , জীবনের মালা ।
আর দেখুন সমাজ কিন্তু সমালোচনা করলেও তাদের এই সিদ্ধান্তে খুশি এবং সমাজ তাদের সাদরে গ্রহন করেছে । ফলে আজ তারা যে যার ক্ষেত্রে স্বাভাবিক ভাবে কাজ করে যাচ্ছে ।
আর যে মানুষগুলো এর জন্য দায়ী বা যে মানুষ চরম বিপদে মেয়েটির হাত ছেড়ে পরাজিত কুকুরের ন্যায় পালিয়ে লেজ গুটিয়ে অন্য নারীর আচলে আশ্রয় নিলো । তারা কোথায়? আজ তারাই লোক চক্ষুর আড়ালে ।
তারা পরাজিত , বিতাড়িত ।
ভুল মানুষের জীবনে থাকবেই । কিন্তু তাই বলে জীবন থেমে যাবে ? না । এগিয়ে যেতে হবে ।
এই ঘটনাটি কিন্তু সমাজের মানসিকতার পরিবর্তনের একটি মাইল ফলক ।
এতে প্রমানিত হয় আজ আমাদের সমাজ তার পুড়নো ধ্যান ধারনাকে ছুড়ে ফেলে দিয়েছে। এটাই পরিবর্তন , টার্নিং পয়েন্ট , আর আমরা হয়ে গেলাম অভূতপূর্ব এক পরিবর্তনের সাক্ষী । আজকের প্রজন্ম প্রমান করেছে তারা জয়ী হতে জানে । যার নেতৃত্ব দিলো সেই সাহসী ছেলেটি যে হাত ধরলো ,বিপদে মেয়েটির পাশে দাঁড়ালো সত্যিকার বীরপুরুষের মতো ।
তোমারে নমী সহস্রবার হে বীর !!
তোমায় নমী হে যুদ্ধ জয়ী নারী , হে সময়ের বীর সন্তান !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।