পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে যোগ করে বাড়িয়ে দিলে উত্তর দিকের আকাশে যে বিন্দুতে ছেদ করে, সেটি আকাশের উত্তর মেরু। ধ্রুবতারা উত্তর মেরু থেকে প্রায় ১ ডিগ্রী দূরে অবস্থিত। আকাশে উত্তর মেরু একটি স্থির বিন্দু নয়। প্রায় ২৬০০০ বছরে এটি বৃত্তাকার গতিপথে ভ্রমণ করে। বিভিন্ন যুগে বিভিন্ন তারা এই উত্তর মেরুর নিকটে থেকে ধ্রুবতারা রূপে বিরাজ করেছে।
মিসরীয় সভ্যতার যুগে আলফা ড্রাকোনিস বা থুবান তারাটি ধ্রুবতারা ছিল। এখন থেকে প্রায় আড়াই হাজার বছর পরে সিফিয়াস মন্ডলের তৃতীয় তারা ধ্রুবতারায় পরিণত হবে এবং প্রায় ৭ হাজার বছর পরে দেনেব ধ্রুবতারা রুপে দেখা যাবে।
দিগন্ত হতে ধ্রুবতারার উচ্চতা, সেই স্থানের অক্ষাংশের সমান। ঢাকার অক্ষাংশ ২৩ডিগ্রী৪৩মিনিট, ঢাকা থেকে ধ্রুব তারার উচ্চতাও ঠিক ২৩ডিগ্রী৪৩মিনিট। উত্তর মেরুতে গেলে ধ্রুব তারাকে ঠিক মাথার উপরে দেখা যাবে।
আর বিষুবীয় অঞ্চলে একে একবারে দিগন্তের উপরে দেখা যাবে।
আকাশের উত্তর মেরুর কাছে ধ্রুব তারা থাকায় পৃথিবী যেন একে কেন্দ্র করে ঘুরছে। তাই, তারা সহ সমস্ত আকাশটা মনে হবে যেন ধ্রুবতারাকে কেন্দ্র করে ঘুরছে।
কোরিয়ার আকাশে ধ্রুব তারাকে কেন্দ্র করে তারাদের ভ্রমণ
বিষুবীয় অঞ্চল সিংগাপুরে দিগন্তের কাছাকাছি ধ্রুব তারাকে কেন্দ্র করে তারাদের ভ্রমণ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।