শৈশবের উঠোনে ছড়ানো দুয়েকটি তাজা বকুল
দূরের তারা দেখার মতো তোমাকে দেখি
যেখান থেকে ইচ্ছে- যতবার - যতক্ষণ
মাঝখানে দূরন্ত আলোকবর্ষের দূরত্ব
যতই তোমাকে দেখি মনে হয়
-এ যেন অতীতের কেউ
ক্রমাগত অনির্দিষ্ট অভিমুখে
আজকের চলাচল
খামাখাই হেঁটে এলাম এতোটা পথ
পৃথিবীর সবকিছু সময়ের অপেক্ষক
পায়ে পায়ে অন্ধের তৃষ্ণা নিয়ে চলি
পৃথিবীর সব পথ আধারে অদৃশ্য হতে থাকে
আর মনে হয়-
ভালোবাসারও কিছু উদ্বৃত্ত থেকে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।