আমি নিজের জন্য রোমান্টিকাতা কি?
তোমার কাছেই শিখলাম
কেন মানুষ প্রেমে পড়ে?
তোমাকে দেখেই বুঝলাম।
আসলে পাগলামী ছাড়া,
রোমান্টিকতা আসে না।
পাগল না হলে খাঁটি প্রেমিকও হওয়া যায় না।
সেদিন তুমি যদি পাগলামী না করতে?
রোমান্টিকতার ছোঁয়াই হয় তো পেতাম না।
আসত না জীবনে কোনো রোমান্টিক মুর্হুত।
সেদিনের উষ্ণ স্পর্শ আমাকে উম্মাদ করেছিল।
শিরায় উপ-শিরায় তুলেছিল শিহরণ।
জানো, রোমান্টিক স্পর্শের সাথে সেদিন
কিছুটা আলত খোঁচাও অনুভূত হয়েছে।
আসলে ফুটন্ত গোলাপের স্পর্শ নিতে
কাঁটার আঘাত কিছুটা লাগেই।
যদিও তা কষ্টের চেয়ে, অনেকটাই সুখের।
তোমার পাগলামীই আমাকে রোমান্টিকতা শিখিয়েছে।
তাই তো গহীন অরণ্যেও খুঁজে ফিরেছি তোমাকে।
উত্তল সাগরেও অবগাহন করেছি এক সাথে
এমন অনেক স্বাদও নিয়েছি, যা কখনো পাবার নয়।
যদিও তুমি চাইলে আরো স্বাদ পেতাম আমি।
তারপরেও
অপ্রাপ্তির বেদনা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে
কি যেন বাঁধা হয়ে আছে তোমার মাঝে।
কেন যেন আগলে রেখেছ নিজেকে।
ইচ্ছাকে বিসর্জন দিয়ে
সামাজিকতাকেই বড় করে দেখেছ তুমি
প্রিয়া, তোমার নরম হাতের ছোঁয়া লোহ দন্ডে না দিয়ে
আমাকে দিতে পারতে?
আমার চেয়েও লোহাকেই বুঝি পছন্দ তোমার?
জানো, তোমার হাতের ছোঁয়া পেলে
হয় তো দু দন্ড শান্তি পেতাম আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।