"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
শীতল দিনে উষ্ণ শুভেচ্ছাঃ শুভ জন্মদিন
আজ ৫ই ডিসেম্বর। সুন্দর পরিচ্ছন্ন আবহাওয়া। হাল্কা একটু শীতের আমেজও আছে। আকাশে মেঘের তেমন আনাগোনা না থাকলেও ভোরের দিকে হাল্কা কুয়াশা ও বাতাসে শিরশিরে ভাবটা টের পাওয়া যাচ্ছে। যদিও মাসটা “শ্রাবণ” নয়, আর কোন সন্ধ্যার আড্ডাতেও নেই।
তবুও আড্ডাপ্রিয় বাঙালীদের কাছে গড়পরতা সব সন্ধ্যাই কখনো কখনো এক একটি “শ্রাবণসন্ধ্যা” হয়ে ওঠে। এই ব্লগেও আড্ডাপ্রিয় মানুষের কোন কমতি নেই। আর সেই আড্ডাটা যদি কারো জন্মদিন উপলক্ষ্যে হয় তবেতো কথাই নেই। যদিও আড্ডাটা আপাতত ভার্চুয়াল পর্যায়েই থেকে যাচ্ছে তবুও আজ তেমনি একটা আড্ডার দিন। আজ ৫ই ডিসেম্বর।
সামহয়্যারইন ব্লগের এক আড্ডাপ্রিয় ব্লগারের আজ জন্মদিন। অত্যন্ত মিশুক ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারিনী এবং অনেকের প্রিয় একজন ব্লগার- সে হলো “শ্রাবণসন্ধ্যা”।
এই ব্লগে সে লগিন করার পর অনেকদিন পর্যন্ত আমি তার ব্লগে যাইনি এবং তার লেখাও পড়িনি। তার সাথে আমার প্রথম দেখা হয় একুশের বই মেলায়। সেদিন শুধুই পরিচয় বিনিময় ছাড়া আর তেমন কোন কথা হয়নি।
সেদিনের সেই পরিচয়ের সূত্র ধরে তার ব্লগে আমি মাঝে মাঝে ঢুঁ মারতাম। পোস্টে মন্তব্যও করতাম। সে’ও সময় পেলে আমার পোস্টে মন্তব্য করতো। এরপর একদিন আমার বাসায় ব্লগারদের এক ঘরোয়া আড্ডায় সে নিজেই উপস্থিত হলো। সেদিন তার প্রথম অভিযোগ ছিল, "দাদাকে নিয়ে ব্লগে অনেক সমালোচনা হয় দেখেছি কারণ দাদা মেয়েদের ব্লগে অনেক বেশী বেশী মন্তব্য করেন কিন্তু আমার ব্লগে কেন তিনি দীর্ঘদিন আসেননি বা কোন মন্তব্য করেননি তার কারণটা আমার অজানা।
জানালে খুশী হতাম"”। আমি এই প্রশ্নের তেমন কোন যুৎসই জবাব দিতে পারিনি।
হ্যাঁ আজ ৫ই ডিসেম্বর। ব্লগার “শ্রাবণসন্ধ্যা”র জন্মদিন। তার জন্মসংখ্যা ৫।
সে “ধনু” রাশির জাতিকা। রাশিফল ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আমি তাকে এভাবে বিশ্লেষণ করতে পারি যা একান্তই আমার নিজস্ব অভিমত এবং সার্বজনীন রাশিগত ভাবনারই প্রকাশমাত্র।
এক নজরে শ্রাবণসন্ধ্যা’র রাশিফল-
রাশি : ধনু
অধিপতি গ্রহ : বৃহস্পতি
শুভ গ্রহ : বুধ ও বৃহস্পতি
ভাগ্য নিয়ন্ত্রক গ্রহ : বুধ ও বৃহস্পতি
শুভদিন : বুধবার ও বৃহস্পতিবার
শুভ সংখ্যা : ৩ ও ৫
শুভ তারিখ : ৩,৫, ১২,১৪,২৩,৩০
শুভ রঙ : সবুজ, টারকুইজ, হাল্কা বেগুনী
শুভ রত্ন : পান্না, অনিক্স ও ফিরোজা
শুভ ধাতু : রূপা, হোয়াইট গোল্ড
শ্রাবণসন্ধ্যার জন্মদিন ৫ই ডিসেম্বর হওয়ায় তার জন্ম সংখ্যা ৫। যে কোন মাসের ৫, ১৪ ও ২৩ তারিখে যারা জন্মগ্রহণ করেন সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদের অধিপতি গ্রহ বুধ। আবার ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই তার জীবনে বুধ ও বৃহস্পতি দুই গ্রহের সমান প্রভাব থাকবে।
এরা সময়বিশেষে অত্যন্ত চটপটে ও অস্থির প্রকৃতির আবার কখনোরা এর ঠিক বিপরীত। যে কোন বিষয়ে আলোচনা করতে বা যে কোন পরিস্থিতিকে সামলে উঠতে এরা বিশেষ পারদর্শী। এদের কল্পনাশক্তি, উদ্ভাবনীশক্তি ও বুদ্ধি প্রবল বিধায় এরা কাজে ও চিন্তায় অত্যন্ত ক্রিয়েটিভ। এদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা কাজ করলেও এরা সবসময় প্রাণবন্তু বা সজীব থাকতে ভালবাসে। এরা অত্যন্ত মিশুক হলেও মনের দিক থেকে নিজের জন্য আলাদা একটা ক্ষেত্র তৈরী নেয় যেখানে সবার অনুপ্রবেশ খুব একটা সহজসাধ্য নয়।
৫ সংখ্যার প্রভাবজনিত কারণে বুকের শ্বাস-প্রশ্বাস, নার্ভাস সিস্টেম, কথা বলা, শিক্ষা ও বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িত।
বুধ গ্রহ বন্ধুভাবাপন্ন ও শুভ লক্ষণযুক্ত গ্রহ হলেও এই রাশির জাতক-জাতিকা কিছুটা সন্দেহপ্রবণ, ঐকান্তিক, কৌশলী, চতুর এবং কোন কোন ক্ষেত্র প্রতারণাপূর্ণ আচরণ করে থাকে। বুধের জাতক-জাতিকারা বুদ্ধিমান, জ্ঞানী, কমনীয়, হাস্যরসাত্মক, ব্যঙ্গকৌতুক ও আমোদ-প্রমোদ ভালবাসেন। এরা যুক্তি, তর্ক ও বুদ্ধি খাটিয়ে যে কোন প্রতিকুল অবস্থাকে নিজেদের অনুকূলে আনতে পারে। এরা ভ্রমণ ও ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী।
এরা প্রকৃতগতভাবেই ভাল বক্তা এবং কথাবার্তায়, বাহ্যিক আচরণে ও ব্যবহারে অনেক বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী। এরা সংস্কৃতিবান ও সুরুচিসম্পন্ন, কথাবার্তায় খুব হিসেবী, ক্ষেত্রবিশেষে সন্দেহপ্রবণ অথচ সহানুভূতিপ্রবণ ও দরদী হৃদয়বিশিষ্ট। এরা বাস্তববাদী, যুক্তিবাদী, সমালোচনাপূর্ণ স্বভাবের এবং আধুনিক ধ্যানধারণায় বিশ্বাসী। এরা বিজ্ঞ ও জ্ঞানী লোকের সংশ্রব ভালবাসেন এবং পছন্দসই পরিবেশে যথেষ্ট আন্তরিক।
শুভ জন্মদিন “শ্রাবণসন্ধ্যা”।
অনেক অনেক শুভেচ্ছা রইলো সাথে ভাল থাকার প্রার্থনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।