বন্ধু তুমি কার লাগিয়া মুচকি হাসি দাও ?
কার লাগিয়া কাজলরেখা চোখে দিয়ে রও ,
বন্ধু তুমি আমার খুব আপন কেউ হও
তাইতো তুমি আমার মনের খুব কাছে রও ।
বন্ধু তুমি কাঁদলে আমার মনে কাঁপন হয় ,
তুমি আমার বিশেষ কেউ মনে মনে রও ,
বন্ধু তুমি অদ্ভুত কোন ভালো লাগা মন
তুমি আমার সত্য- মিথ্যা , আমার আপন-পর ।
বন্ধু তুমি বিকেল আলোয় হঠাৎ লাগা আলো ,
তুমি আমার মিষ্টি কথা , তেতো কথার ভালো,
বন্ধু তুমি অবাক করা জোছনালোকের কথা
তুমি আমার আকাশ সমান ভালোবাসার কথা ।
বন্ধু তুমি আমার গায়ে জড়ানো উষ্ণ ভালোবাসার কথোপকথন ,
তুমি আমার আবেগমাখা গল্পকথার শুরু ,
বন্ধু তুমি আমার কেমন কেমন লাগা আপন কেউ হও
তুমি আমার দ্বিধা চিত্তের সেতারার তান ।
বন্ধু তুমি আমার রোদ-বৃষ্টির জলকেলি খেলার খুশি,
তুমি কোন শেষ হয়ে যাওয়া লেখার শেষ উপমাখানি ,
বন্ধু তুমি আলভোলা মনের আবোলতাবোল ঘোর
তুমি আমার শেষ বিন্দুর শেষ কক্ষপথের ঘর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।