সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর বর্তমান বিশ্ববাজারে একটি পণ্যের পরিচিতি এবং চাহিদা বৃদ্ধি করতে ঐ পণ্যের বিজ্ঞাপন অনেক বড় ভূমিকা পালন করে। বিশেষ করে প্রচলিত টি ভি চ্যানেল গুলির বিজ্ঞাপনের প্রসঙ্গ টানা যেতে পারে। বিজ্ঞাপন মূলত ভোক্তাদের মধ্য সংশ্লিষ্ট পণ্যের প্রয়োজনীয়তা, উৎকৃষ্টটা এবং তৎপরবর্তী আকাঙ্ক্ষা তৈরী করে থাকে। সুতরাং যেই বিজ্ঞাপন খুব স্মার্ট-লী ভোক্তাদের এই বিষয়গুলি বোঝাতে সমর্থ হয়, সেই পণ্যটি অন্যের তুলনায় ভাল চলে। বিষয়টি আমাদের দেশের মোবাইল অপারেটরদের মধ্যকার বিজ্ঞাপন প্রতিযোগিতা দেখলেই বঝা যায়।
যাই হোক, বিজ্ঞাপন কম্পানিগুলি কন্সিউমারদের দৃষ্টি আকর্ষণে অনেক
সময় এমন কিছু অবাস্তব বিষয় তুলে ধরে যা সংশ্লিষ্ট পণ্যের গুণগত মানের সাথে একেবারেই যায় না। যেমন ঢেউ টিন, গুড়া মসলা, সাবান, ফেয়ারনেস ক্রীম, ডিটারজেন্ট, পেস্ট ইত্যাদি পণ্যগুলির বিজ্ঞাপনের উদাহরণ দেয়া যেতে পারে। তারা সবাই নিজেদের কোম্পানির উৎকৃষ্টটা প্রমাণে কিছু অবাস্তব ঘটনা নিয়ে আসে। যেটাকে সরাসরি কন্সিউমারদের সাথে প্রতারণা বলা যেতে পারে। এর ফলে ক্রেতারা বিভ্রান্ত হন।
যেমন আমাদের দেশে ঢেউ টিন কোম্পানি গুলি যেসব টিন বাজারজাত করে তাতে প্রকৃত টিনের (Sn তথা স্ট্যানাম) পরিমাণ অনেক কম থাকে। তারপরেও ঢেউ টিন কোম্পানিগুলি নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যাস্ত।
বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিজ্ঞাপন কোম্পানির চাপা দেয়ার থীম স্মার্ট না হলে পাবলিক ঐ প্রডাক্ট খায়ই না। একই সাথে পাবলিকও নতুন থীমের চাপা গুলিকে বেশ ইনজয় করে। সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এটি উদ্বিগ্ন হবার কোন বিষয়ই না।
তাদের কাছে এটা খুব স্বাভাবিক ঘটনা। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে আমাদের মনে চাপা দেয়ার প্রবনতা বৃদ্ধিতে থীমগুলি বেশ সহায়ক। এতক্ষনে পাঠক আমার প্যাঁচালে ক্ষেপে গেছেন। চাপা দিলে সমস্যা কী ??????
বিষয়টা হচ্ছে আমরা অপরকে চাপা দিয়ে খুব মজা পাই কিন্তু আরেক জনের চাপার কবলে চিপায় পড়লে তখন মোরাল ভ্যালিউ ইয়াদ হয়। বেশ মজা তবে একটু রিস্কি…।
কাপড় দোকানদারঃ ভাই মাল টা নিয়া যান, আক্কেরে মসলিন বরাবর...
ফলের দোকানীঃ বস তরমুজ লইয়া যাবেন গাছের তলায় চিনি মাইররা ফলাইসি...
বাস কনট্রাক্টরঃ সার ভাড়া পাঁচ টাকা বেসি লমু, ত্যালের দাম লিটারে দ্বিগুণ...
ব্লগারঃ আমি কখনউউ উঊ কপি পেস্ট করি না, ডাইরেক্ট পয়দা করি... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।