আমাদের কথা খুঁজে নিন

   

রবির নতুন বিজ্ঞাপনঃ আমি রবি, আপনি??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
একটেল এখন রবি । সেই নিয়ে নানা রকম প্রচার প্রচারণা চলছে । এই রবিমেলা, সারা শহর জুড়ে একটেল এখন রবি, একটেল এখন রবি ত ভরা ।

আবার যেদিন রবি লঞ্চ করল সেই দিনে জন্ম নেয়া শিশুর ভরণপোষণের ভার নাকি রবির । (ভাগ্যিস সব শিশুর নাম রবি এমন আইডিয়া কেউ দেয় নাই) সেই প্রচারণায় এসেছে নতুন চমক, আমি রবি, আপনি ? দেশের রবি নামের যতো বিখ্যাত আছে তাদের নিয়ে এই আয়োজন । যেমন রবি চৌধুরী নামের সূত্রে তাদের ব্রান্ড এ্যাম্বসেডর । তবে এর মাঝে আসল খবর হলো আমাদের ব্লগার আশীফ এন্তাজ রবি । তিনি ব।

রগার হিসেবে সম্প্রতি জনপ্রিয়তা পেলে ও নিজ ক্ষেত্রে তিনি অনেক আগে থেকেই বিখ্যাত । তবে যাই রবির এ্যাড নিচে ঝুলে থাকতে থাকতেই রবি এখন রবির মডেল । তবে এই আয়োজন শুরুর পর থকে নাকি নানা সমস্যা শুরু হয়েছে । অনেকেই ভিড় জমাচ্ছে মডেল হতে । যাদের নাম রবি নয় তারা নাকি নাম পরিবর্তন করে রবি হতে চায় আবার রবিউল নামের জনৈক রিক্সাচলাক তার নাম রবি বলেই দাবী করেছেন যে তিনিও বিখ্যাত হবেন যদি তার ছবি ছাপা হয় ।

....... বি:দ্র: এই সংবাদের কোন তথ্যসূত্র পাওয়া যায়নি । তবে নাম প্রকাশের স্বর্তে একজন বলেছেন ইহা ইথারে ইথারে ভাসমান তথ্য । তবে তিনি যদি বিখ্যাত হয়ে যান তাই নাম প্রকাশিত হইল, না । তাই লেখক এই পোস্টের জন্য দায়ী নহে ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।