ভালবাসি স্বপ্ন দেখতে, ভালবাসি স্বপ্নলিখতে। আর সারাটাক্ষণ মেতে থাকি স্বপ্ন নিয়ে। স্বপ্ন নিয়েই আমার সব। স্বপ্ন নিয়েই বেঁচে আছি, এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি। তাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। একটা ছোট আপুর জন্য একটা বড় ভাইয়া / আপু আবশ্যক। বয়সঃ ছোট আপুর চেয়ে বড় শর্তাবলীঃ চকলেট এনে দিতে হবে ছোট আপুর সাথে খেলতে হবে স্কুলে নেয়া আনা করতে হবে (অবশ্যই ব্যাগটাও বইতে হবে) পড়তে বসতে বলা যাবে না বকাবকি করা যাবে না উচ্চতাঃ ছোট আপুর চেয়ে এক ইঞ্চি বেশি হলেই চলবে (বিঃদ্রঃ ছোট আপুর মত মানসিকতার মানে বিজ্ঞান পাগল, বার্বিপাগল, যুক্তিপাগল, চকলেটপাগল, টেডি বিয়ারপাগলদের অগ্রাধিকার দেয়া হবে।) আগ্রহীরা ছোট আপুর সঙ্গে যোগাযোগ করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।