লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা সোনালী ব্যাংকের নিয়োগ দেখলাম, প্রথমে খুব খুশিই হয়েছিলাম ১১৮০ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিটা পড়লাম সাপ্তাহিক চাকরির খবরে। ভেবেছিলাম প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা সবাই এ সুযোগ গ্রহণ করতে পারবে। কিন্তু মাঝখানে লেখা মুক্তিযোদ্ধা কোটায় বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি। তাও ব্যাপারটা ধরতে পারলাম না যে ১১৮০ জনই মুক্তিযোদ্ধা বংশের জন্য।
শেষতক ব্যাংকের ওয়েবসাইটে দেখি শুধুই মুক্তিযোদ্ধা কোটা। হায়রে কপাল!!! শুধু মুক্তিযোদ্ধা কোটাই না, মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে তাদের পুত্র/কন্যা এবং পুত্র/কন্যা না পাওয়া গেলে পুত্র/কন্যার পুত্র/কন্যাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হবে।
দেশটা শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে স্বাধীন করল মুক্তিযোদ্ধারা, আর কি না তাদের বংশ বিশেষভাবে সব জায়গায় পার পেয়ে যাবে। অথচ কতো মুক্তিযোদ্ধা দারিদ্রের কষাঘাতে জর্জরিত, সেটা কি কেউ খেয়াল রাখে। এসব মুক্তিযোদ্ধা কোটা বাদ দেন মহামান্য সরকার, যেসব মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের শেষ সময়ে এসে স্বাধীনতার প্রাপ্তিটা বুঝিয়ে দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।