আমাদের কথা খুঁজে নিন

   

এবার গ্যালাক্সি নোট ১০.১ - এপলের সাথে নতুন করে পাল্লা!

গত সোমবার জার্মানি এবং আরব আমিরাতের বাজারে এসেছে গ্যালাক্সি নোট ১০.১। আর এই মাসেরই ১৫ তারিখ এটি ইউএসএ এবং পরের সপ্তাহেই ইউকেতে বাজারে আসছে। এটা কোয়াড কোর সম্বলিত একটি ট্যাব, যার সাথে আবার স্টাইলাসও থাকছে। স্ক্রিণ সাইজ ১০.১, যা এর নাম থেকেই বোঝা যায়। এটি বিশেষ কিছু কারণে অ্যাপেলের নতুন্ আইপ‌্যাড থেকে এগিয়ে।

যেমন, ডিস্প্লে সাইজ, ক্যামেরা, এক্সপান্ডেবল মেমরী, ভার, RAM, প্রোসেসর, এবং ফ্লাস সাপোর্ট। তার উপরে আবার অ্যাপেল জানিয়েছে যে তারা সামনে আর ইউটিউব এপসটি রাখবে না। কারণ হিসাবে দেখান হয়েছে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়াকে। কিন্তু এটা ইউটিউবের ভক্তদের জন্য আসলেই একটা খারাপ খবর। যদিও আগের এপটি ইউটিউবের মূল ওয়েব সাইটের তুলনায় অনেক কম শক্তিশালী ছিল, তবুও ব্যবহারকারীদের এটি কিনে ব্যবহার করতে হত না।

কিন্তু অ্যাপল যদি তাদের পরবর্তী সংস্করণে ইউটিউব না যোগ করে, তাহলে হয়ত ব্যবহারকারীদের এটি কিনতে হবে। যদিও ইউটিউব এড. না করার ঘটনা গুগলের জন্য একটি খারাপ খবর। গ্যালাক্সি নোটের এই ভার্সনে আপনি আপনার স্ক্রিণকে দুই ভাগ করে এক সাথে দুইটি কাজ চালাতে পারবেন। যা শুধুমাত্র এর কোয়াড কোর প্রোসেসরের জন্যই সম্ভব হয়েছে। গ্যালাক্সি নোট এবং অ্যাপেলের নতুন ট্যাব এর মধ্যে সব পার্থক্য দেখতে এখানে ক্লিক করুন।

আর গ্যালাক্সি নোটের ভিডিও দেখুন: ভিডিও না দেখতে পেলে এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.