গুগল মটোরোলা মোবাইল কেনার পর থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলোর মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল। সেই দুশ্চিন্তা আরও উসকে দিলেন আরেক মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়ার প্রধান।
নকিয়ার প্রধান স্টিফেন ইলপ গতকাল বুধবার হেলসিংকিতে এক সেমিনারে বলেছেন, মটোরোলা কেনার পর গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়া উচিত। উল্লেখ্য, নকিয়া তার ফোনসেটের জন্য গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ। অন্যদিকে স্যামসাং বা এইচটিসি বা মটোরোলার মতো মোবাইল ফোনসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আগে থেকেই গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করে আসছে।
এখন গুগল মটোরোলা কিনে নেওয়ার পরে বিশেষ সুবিধা পাবে কি না, এ নিয়ে অন্যদের উদ্বেগ যৌক্তিক বলে ইলপ মনে করেন। তিনি বলেন, ‘আমি সামনে বিপদই দেখছি। ’ ইলপের মতে, নকিয়া মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে যে ঠিক কাজটি করেছিল, এখন তা প্রমাণ হচ্ছে। তিনি বলেন, চুক্তির পর থেকে মাইক্রোসফট এ পর্যন্ত নকিয়াকে ২৫-৩০ হাজার অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছে, যা তাদের ভবিষ্যতের সেটে ব্যবহার হবে।
উল্লেখ্য, ইলপ আগে মাইক্রোসফটের বিজনেস ডিভিশনের প্রধান ছিলেন।
সেখান থেকে গত বছর তিনি নকিয়ার প্রধান পদে যোগ দেন। রয়টার্স। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।