আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়ার এজিএমে আনুষ্ঠানিক অনুমোদন

নকিয়াকে মাইক্রোসফট কিনে নেওয়ার বিষয়টি পুরোনো খবর। তবে এবার সে বিষয়টির অনুমোদন হলো। ১৯ নভেম্বর নকিয়ার পরিচালনা পর্ষদ ও শেয়ার মালিকদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফটের অধিগ্রহণ করার বিষয়টি অনুমোদন করা হয়েছে।

নকিয়ার সেলফোন বিভাগ, পেটেন্টস ইত্যাদি ৭২০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে নিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। অ্যাপল এবং অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে নকিয়ার শেয়ার মালিকেরা এ উদ্যোগকে বেশ উপযোগী বলে মনে করছেন।



চার ঘণ্টাব্যাপী চলা এ সভায় মাইক্রোসফটের অধিগ্রহণের পক্ষে-বিপক্ষে ভোট নেওয়া হয়। এর মধ্যে নকিয়ার শেয়ার মালিক তিন হাজার ৯০০ জনের ৯৯.৫ শতাংশ ভোট দেন অধিগ্রহণ অনুমোদনের পক্ষে। একজন শেয়ার মালিক হান্নু রিপ্পো জানান, ‘এটা সত্যিই অনেক আনন্দের ব্যাপার। নকিয়ার পুনর্জন্ম হলো। ’ এ ছাড়া নকিয়ার ভবিষ্যত্ উন্নয়নের ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো এক কাজ হয়েছে বলে মন্তব্য করেন নকিয়ার চেয়ারম্যান রিস্টো সিয়ালাসমা।

আগামী বছরের শুরুতেই নকিয়ার এ অধিগ্রহণের বিষয়টি সম্পন্ন হবে। সারা বিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একসময় জনপ্রিয় ফোনের তালিকায় শীর্ষে থাকা নকিয়া স্মার্টফোনের বাজারে ক্রমাগত পিছিয়ে পড়ছিল। গত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি লোকসান দিয়ে আসছিল।

নকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে ছাড়লেও অ্যান্ড্রয়েড ও আইফোনের চেয়ে অনেক পিছিয়ে পড়ে। আর এমন অবস্থায় নকিয়ার মোবাইল বিভাগকে অধিগ্রহণের প্রস্তাব দেয় মাইক্রোসফট।

এবার হয়তো নতুন করে নকিয়া আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস করছেন বাজার বিশেষজ্ঞরা।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.