আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়ার অবস্থা ভাল নয় – বিশ্ব থেকে মুছে যেতে পারে নকিয়ার নাম!

প্রথমেই আনন্দ পাওয়ার কারন "নকিয়া মোবাইলের যে দাম ছিল এক সময় তা আর বলার প্রয়োজন নেই অথচ আজ এদের আর দাম নেই কেঁউই কিনে না। " এই জন্যেই হয়তবা কোন একজন বলেছিলেন "হলের মধ্যে দামি রোকেয়া, প্রেমের মধ্যে দামি পরক্রিয়া, মোবাইলের দামি মধ্যে নকিয়া"। অথচ সেই নকিয়ারই অস্তিত্ত নিয়ে আজ টানা টানি?

কস্টের কথাটা হচ্ছে ফিনল্যান্ড ভিত্তিক নোকিয়া এক সময় মোবাইল ফোনের বাজারে আধিপত্য করতো এবং এর পিছনে কারন এই নোকিয়ার দামের পাশাপাশি মান বা কোয়ালিটি। যা তারা শুরু থেকেই নিয়ন্ত্রন করে আসছে। আজও মনে আছে আমার নকিয়া ১১০০ দিয়ে পাশের বাসার পোলাডার মাথা ফাডায় দিছিলাম।

তারপরও ঐ মোবাইলটা ১১০% -ই ঠিক ছিল। তারপরও মোবাইল ফোনের প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটিকে নিত্যদিন স্যামসাং ও এ্যাপেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে নকিয়া ক্লান্ত তাই এবার এই প্রতিযোগিতার মাঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নকিয়ার জন্য শুভকামন রইল। সব শেষে কিছু জ্ঞ্যান বাক্য বলে বিদাই নেই "এই টেকনোলোজির জগতে যে যত দ্রুত টেকনোলোজির পরিবর্তন মেনে নিতে পারবে এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই ততদিন এর রাজত্ব করবে। তবে পাশাপাশি এ কথায়ও সত্য কোন কিছুই স্থায়ী নয় এর শেষ আছেই আছে।

অর্থাৎ সকল কিছুরি একদিন সমাপ্ত হবে। "

সবার জন্য আরেকবার শুভ কামনা রইলা, আশা করি টেকনোলোজির সাথে সবাই ভাল থাকবেন - ধন্যবাদ সবাইকে।
আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং আমার ফেসবুক ফেনপেজ (দেখতে এখানে ক্লিক করুন!) !

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.