আমাদের কথা খুঁজে নিন

   

স্যার আব্দুল্লাহ আবু সায়ীদ কি আবার ঝামেলায় পড়বেন?

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed আর টি ভি তে উনার একটা সাক্ষাৎকারে তিনি এই জোকটা বললেন। ভদ্রলোক: স্যার ভিতরে আছেন? দারোয়ান: আছেন। কেয়া দরকার? ভদ্রলোক: একটা সমস্যার সমাধান দরকার, উনি বলে দিলেই সলভ হয়ে যায়। দারোয়ান: কেয়া প্রবলেম? আর আপনার হাতে কি? ভদ্রলোক: না, মানে ইয়ে।

একটা গিফট এনেছিলাম স্যারের জন্য। দারোয়ান: স্যার ঘুষ নেহি খাতা ভদ্রলোক: আমিও জানি উনি ঘুষ খায় কিন্তু কিতনা তাক নেহি খাতা - ২০ হাজার, ২০ লাখ ইয়া ২০ কারোর? সেই রকম মজা পেলাম জোকটা শুনে। হায়, আবুল! সঙ্গে আরও বললেন যে তিনি পাঞ্জাবী পড়া শুরু করেছিলেন তার আদর্শের নেতাদের দেখে। এখন তো কোনও আদর্শই নাই। দেশ এখন টালমাটাল।

বিচার চাওয়ার কোন যায়গা নাই। তিনি নিজেকেই একটা এম.সি.কিউ দিলেন, দু'টো ক্ষেত্রের কোনটি সঠিক? ১) দেশের অবস্হা আগে খারাপ ছিল, সামনে ভাল হবে ২) দেশের অবস্হা এখন খারাপ, আগে ভাল ছিল স্যার নিজেই বেছে নিলেন প্রথম অপশনটি। কেননা, এই অপশনের স্বপ্ন আছে। স্বপ্নের সঙ্গে আত্মবিশ্বাস জুড়েই সামনে হয়ত নতুন কেউ আসবে এই রাজনৈতিক যন্ত্রনা থেকে মুক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.