আমাদের কথা খুঁজে নিন

   

স্যার রাগ উঠতেসে কিন্তু স্যার

যুদ্ধাপরাধির বিচার চাওয়ার নামে ধর্মের সম্পর্কে অপপ্রচার করলে, তোমারে উস্টা :@

অনেকদিন আগেই ভিডিওটা দেখসিলাম। গতকাল সন্ধ্যায় বিএনপির অবরোধ চলাকালিন সময়ে রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রল বোমা ছুড়ে মারার ঘটনায় অনেকদিন পরে আবারো ভিডিওটার কথা মনে পড়ে গেল। বাস পোড়ানো কাদের পুরানো অভ্যাস? কারা ক্ষমতার জন্যে সাধারন মানুষ কাবাব করে অভ্যস্থ? বাংলাদেশের মানুষ শান্তিতে থাকলে, কাদের বুক জ্বলে? জানতে হলে, ভিডিও দুইটি দেখেন। কি বলে শুনেন। পার্ট ১ কি বলে শুনেন।

পার্ট ২ সবচেয়ে মজা লাগল তদন্ত কর্মকর্তার এই কথাটা শুনে, স্যার, আপনি খালি ডাইনে বামে কথা বলেন। বুঝসেন স্যার। এখন হঠাৎ করে যদি একটা থাপ্পড় মারি স্যার দাত কয়টা পড়ে যাবে স্যার। আমি এখন স্যার রাগ উঠতেসে কিন্তু স্যার। আপনাকে সিগারেট খাওয়াচ্ছি এমনি নাকি স্যার? রেন্টুর আমার ফাসি চাই বইটিতে পড়সিলাম, "কে নাকি বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে চায়"।

একথা আমি বইটি পড়ার সময় বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজ কেন যেন রেন্টুর কথাটা সত্যি ছিল মনে হচ্ছে। বাই দা ওয়ে, বাংলার কৃতি সন্তান শান্তির পতাকাবাহী শামিম ওসমান নারায়ণগঞ্জ-৪ থেকে আওয়ামি লিগের মনোনয়ন পেয়েছেন। আসেন সবাই মিষ্টিমুখ করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.