অনেক ত্যাগ-তীতিক্ষা ও সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। মানুষের আশা ছিল বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ হবে। কিন্তু স্বাধীনতা ৪০ বছর পর মানুষ এখন বুঝতে পারছে দেশ স্বাধীন হেলেও তাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। সব আশাই এখন গুড়েবালি। স্বাধীনতার সব সরকারই জনগেণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।
নির্বাচনের আগে তারা থাকে শ্রেষ্ঠ দেশপ্রেমিক ও জনদরদী। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা একবারের জন্যও তাদের সে সব প্রতিশ্রুতি মনে থাকে না। তখন তারা থাকে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে নিমজ্জিত। ক্ষমতার পালা বদল হয়,হয় নেতা-নেত্রীদের ভাগ্যের পরিবর্তন। কিন্তু জনগণের সব আশা অধরাই থেকে যায়।
এখন জনগণকে সত্যিকার দেশপ্রেমিক ও সৎমানুষ খুঁজতে হবে যারা নিজের স্বার্থকে বড় করে না দেখে মানুষের স্বার্থকে বড় করে দেখবে। দেশ আজ বড় সংকটে নিমজ্জিত। হাজার হাজার শিক্ষিত লোক বেকার। শিক্ষা জীবন শেষ করে তারা অনিশ্চিত আশা নিয়ে বের হয়। ঘুষ আর স্বজনপ্রীতি ছাড়া চাকরী পাওয়া না।
অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোয়া দাম বৃদ্ধি নিম্নআয়ের মানুষের জীবনকে প্রতিনিয়ত দুর্বিসহ করে তোলে। মানুষ দিন দিন অসহায় বোধ করতেছে। রাস্তাঘাটে বের হলে মনে হয় দুর্দশা শেষ নেই। দুর পথেরে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়েও ঠিকিট পায় না। একটি ঠিকিট যেন সোনার হরিণ।
ক্ষমতায় আসার আগে শাসকদল এসব সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ক্ষমতায় গিয়ে তারা এসব বেমালুম ভুলে যায়। জনগণের এসব দুর্দশা যেন দেখার কেউ নেই। দেশে সরকার আছে বলেও মনে হয় না। জনগণ যেন এক অনিশ্চিত পথের পথিক। আল্লাহ তায়ালা যেন আমাদের শীঘ্রই পরিত্রাণ দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।