আমাদের কথা খুঁজে নিন

   

এবার আমাকে সাদরে বরণ করা হোক.

পরে লিখব.... ভাইয়া ও আপুরা... আপনাদের জ্ঞানী জ্ঞানী পোষ্ট আর কমেন্ট পড়ে পড়ে, কেমন কেমন জানি লাগছে। তাই আপনাদের মাঝে আমার ফিলিংস ও মতামত এর ফিডব্যাক নিতে আসলাম। আমি এক্কেরে পিচ্চি একজন। মাত্র ক্লাস... আর কইলাম না! কইলে সবাই আমারে বাবু বাবু কইবো! আমার কথাবার্তা চাল-চলন ঠিক করনের দায়িত্ব কিন্তু আপনাদের। যদি কোথাও ভুল কাজ করে ফেলি তাহলে আপনারা আমাকে বুঝিয়ে দিবেন... আমি কিন্তু অনেক ভালো ছাত্র, বুঝালে অনেক ভালো বুঝি।

ক্লাসে আমার রোল এক। আমার অনেক উলটাপালটা বুদ্ধি আছে। এসব কারনে বন্ধুরা আমাকে কিং বলে ডাকে। স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে আমি মারাত্বক এক ভাষণ দিয়েছিলাম। এজন্য হেডস্যার আমার উপাধী দিয়েছেন প্রেসিডেন্ট।

আমি স্কুলে স্যারদের মাঝে প্রেসিডেন্ট আর বন্ধুদের মাঝে কিং নামে পরিচিত। এজন্য আমার আসল নামটিই হারাবার পথে... আর এজন্যই আপনাদের মাঝে পরিচিত হতে চাই আসল নাম সহ--- প্রেসিডেন্ট নাহিদ কিং!! আমাকে সাদরে বরণ করা হোক। আর একটা কথা আমি এখন কারও কমেন্টের উত্তর দিবো না। কারন, আমি কিং বা প্রেসিডেন্ট হলে কি হবে সামুর নিয়ম সবার জন্য সমান! সবাই দোয়া করবেন সামুকে যেনো ভালো কিছু দিতে পারি। হাপি ব্লগিং ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.