আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে

অ আ মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ১৯৭১ সালের অপরাধসমূহের যে বিচার প্রক্রিয়া তার বিরুদ্ধে আরেকটি অপ-প্রচার হল - এই প্রক্রিয়াটি নাকি একপেশে কারণ এতে নাকি জামায়াত-বিএনপি'র অপরাধীদেরই কেবল বিচার করা হবে, বা বিচার করা যাবে। কারণ, অপ-প্রচারকারীদের ভাষায় মুক্তিযুদ্ধকালে যদি মুক্তিযোদ্ধারা কোনো অপরাধও করে থাকেন সে সবের কখনোই তদন্ত বা বিচারের সুযোগ নেই, কারণ দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদেরকে আইন করে সকল এবং সব ধরণের অপরাধকর্মের দায় থেকেই নাকি 'ইনডেমনিটি' দেয়া হয়েছিল। এখানে যে বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা হল - মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা নিজেরাও মুক্তিযুদ্ধের বৈধ (legitimate) কর্মকান্ডের বাইরে গিয়ে কোনো ধরণের যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করেছিল কি করেনি সেটা কিন্তু এখানে বিষয় না, কারণ সেটা ভিন্ন প্রসঙ্গ। এই অপ-প্রচারকারীদের মূল লক্ষ্য হল বিশ্বকে এটা দেখানো যে - এই বিচার প্রক্রিয়াটি একপেশে এবং একচোখা, এবং সেই সাথে এ-ও দেখানোর চেষ্টা করা যে এই পুরো প্রক্রিয়াটিই হল বিজয়ী পক্ষের লেখা ইতিহাসের ভিত্তিতে বিজয়ী পক্ষের বিচার। প্রকৃত ঘটনা, এবং যে 'ইনডেমনিটি' আইনটি নিয়ে এতে কান্ড - তার ব্যাপ্তি এবং প্রয়োগ কিন্তু একেবারেই আলাদা।

মুক্তিযোদ্ধাদের জন্য প্রণীত এই বিশেষ দায়মুক্তি আইনটি আসলে ছিল ভিন্ন কিছু। সেখানে কোনো আন্তর্জাতিক অপরাধ বা কোনো ধরণের গুরুতর অপরাধের থেকেই কাউকে দায়মুক্তি দেয়া হয়নি, সে যে-ই হোক না কেন। যে অর্থে এই আইনে 'দায়মুক্তি' দেয়া হয়েছে তা কেবল মুক্তিযুদ্ধের প্রয়োজনে সংঘটিত কাজগুলোর ক্ষেত্রে কিংবা এ জাতীয় অন্যান্য আইন ভঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। এবং আইনটির প্রয়োগ বা scope তার মধ্যেই সীমাবদ্ধ। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ বিস্তারিত জানতে রায়হান রশিদ-এর লেখা অণুব্লগটি পড়ুন . . . মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ===================== ICSF-এর বিভিন্ন উদ্যোগ, প্রকল্প, লক্ষ্য-উদ্দেশ্য, আর্কাইভ, ব্যবস্থাপনা টিম এবং গ্রুপ — এই সামষ্টিক কর্মযজ্ঞে অংশীদার ব্যক্তি এবং সংগঠনগুলোর ব্যাপারে আরো জানতে ঘুরে আসুন আমাদের মূল পোর্টাল পাতা: http://icsforum.org/ এই http://bit.ly/N42G5K' target='_blank' >পোস্টটিতেও বিস্তারিত রয়েছে: ===================== বিভিন্ন ভাষায় এই বক্তব্যগুলো ছড়িয়ে দেয়া প্রয়োজন।

এই পোস্টটি অনুবাদে আগ্রহী হলে এই ঠিকানায় লিখুন: ===================== Copied from ICSF Facebook page. Please follow for regular updates. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.