ইকোনোমিস্ট
১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধাদের মাঝ থেকে ২২ হাজার রনাংগানে শহীদ হয়েছিলেন; বয়সের কারণে মৃত্যু হওয়ার পর, আজ হয়তো ৫০/৬০ হাজার মুক্তিযোদ্ধা বেঁচে আছেন; তাঁদের কনিস্ঠতমদের বয়স হবে ৫৮ বছরের মতো; আর সবার গড় বয়স ৭২ বছরের মতো হবে হয়তো। এত বয়সী কোন ইপিআর, বেংগল বেজিমেন্টের সৈনিকের কাছে হয়তো ল্যাপটপ থাকার সম্ভাবনা নেই; কোন কৃষক বা দরিদ্র মুক্তিযো্দ্ধার কাছে ল্যাপটপ থাকার কথা নয়; সেদিনের ছাত্র এফ এফ ও বিএলএফ'দের কারো কারো কাছে হয়তো ইন্টারনেট থাকতে পারে।
যদি কোন মুক্তিযোদ্ধা আমার এ পোস্টা পড়েন, আপনি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের উপর লিখবেন; আপনাদের কথা শুনতে চাই: সেদিন এলএমজি কাঁধে, কোমরে রিভলবার, হাতে এসএমজি নিয়ে কোথায় আপনি ছিলেন, আপনার সাথীদের কথা, জেনারেশন-৭১ এর কথা লিখুন, শুনতে চাই আপনার কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।