বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই। মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। গতকাল বুধবার সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শহীদ মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের স্ত্রী নীলুফার হুদা।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক এস এম আনোয়ারা বেগম; নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোশারেফ শেখ ও বীরাঙ্গনা নাজমা বেগম।
অনুষ্ঠানে নীলুফার হুদা বলেন, ‘আমার স্বামী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। মুক্তিযুদ্ধের সময় আমরা অনেক কঠিন সময় পার করেছি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্নেল তাহের হত্যার বিচার হলেই চলবে না, সে সময়ের সব হত্যার বিচার হওয়া জরুরি। ’
অনুষ্ঠানে আবুল বারক্ আলভী মুক্তিযুদ্ধকালের নানা ঘটনার স্মৃতিচারণা করেন। সম্মাননা দেওয়ায় তিনি মুক্ত আসরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা রাশেদুল ইসলাম, জাবেদ সুলতান, জাবেদ মোর্শেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, মুক্তবন্ধু নুরুন আক্তার প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শহীদ মুক্তিযোদ্ধা ও সম্প্রতি সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘নোঙর তোল তোল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাইদ আহমেদ ও মাসুমা।
এ ছাড়া ছিল সংগীত, কবিতা আবৃত্তি ও মূকাভিনয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।