আমার না বলা যত কথা জমে থাকা কষ্টের মেঘগুলো এক এক করে ঝরে পড়ছে মাটিতে --- নিঃসঙ্গ আর বিষাদের প্রহরগুলোর হল অবসান। দুঃখের শেষ মিনারে সূর্যপূজারী যেন, হাহাকার মিশ্রিত শবের উপরে তাণ্ডবলীলায় মত্ত! একচোখা আর ছদ্মবেশী মানুষগুলোর অভিশপ্ত হৃদয়ে অগ্নিদেবতার চিরস্থায়ী বাস--- পালিয়ে যাওয়া ছাড়া সরল পথে নেই বেরোবার কোনো পথ! নিজেরি কাঁটা বিছানো পথের যাত্রী! অলস চোখে নিষ্ঠুর পরিণামের ভিরুপায়ে শান্ত সমর্পণ! কঠিন বুকে দুরু দুরু ভয়ের কম্পন, দূর থেকে শোনা যায় অনাগত সত্যের পদধ্বনির শব্দ--- খোলা দরজা গুলো হয়ে গেছে বন্ধ, চাবি গেছে হারিয়ে! রক্তের জোয়ারে বাড়ছে হৃদয় কম্পন, মুহূর্তের কষাঘাতের কাছে সমর্পণের সাহস ছাড়া ভীরু মজ্জায় পালাবার কোনো পথ জানা নেই! আহ্ কি শান্তি--- আজ সকালটা ঝিরিঝিরি বাতাসে আলোর আভাসের সাথে এক্কাদোক্কা খেলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।