আমাদের দেশটিকে আর আমাদের বলার সুযোগ নেই। যে যখন ক্ষমতায় আছে পুরু দেশ সেই দখল করে নিচ্ছে। সাধারন মানুষ জনের কথা কোন দলই ভাবছে না। সারাক্ষণ মুখে সবাই যে পরিমান দেশ প্রিতির কথা বলছে তার দশ ভাগের এক ভাগও যদি তারা আমাদের দেশের জন্য করত তবে আজ আমাদের দেশের এই অবস্থা হত না। ছোট মেয়ে নুহার এই যে অকাল বিদায় তার প্রতিকার যদি আমরা এখনই না চাই তবে কাল সারা দেশের প্রতিটি মা বাবাকেই আতংকে থাকতে হবে কাল আমি আমার সন্তনটিকে পাবত!ভিকারুননিসার মেয়েদের আন্দলন করতে হচ্ছে নিজেদের সম্মান এর জন্য তাতেও দুই দলের হোতারা রাজনৈতিক ইস্যু খুজতেছে।
আমাদের নামি দামি নিউজ চ্যানেল,পত্রপত্রিকার লোকজন ও নাকি এখন এই সব মেয়েদের নিউজ না ছাপানোর হুমকি দেয়। কবে আমাদের দেশের লোক জনরা শিখবে নিজেদের অধিকার আদায় করতে। আর কত্ অবিচার হলে আমরা আবার একসাথে জলে উঠতে শিখব। আমরা কি সবাই পারিনা আমাদের সন্তানদের পাশে বোনেদের পাশে সত্যর জন্য রুখে দাঁড়াতে। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে প্রতি নিয়তই পরাধিনতার সম্মুখীন হচ্ছি।
নিজেদের স্বাধীনতাকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে। বাড়ী থেকে বের হলে বাবা মা সারাক্ষণ ভাবে আমার সন্তান্ টি ঠিক মত ফিরবেত,ছেলেমেয়েরা ভাবে বাবা ঠিক ভাবে বাড়ী আসবে কি। আমরা আমাদের নিরাপদ জীবন চাই আতংমুক্ত রাখতে চাই নিজের আত্মীয়দের । সবাই মিলে এই গনতান্ত্রিক দেশের রাজনইতিক নেতা কর্মীদের কাছে আমরা কি এই ক্ষুদ্র দাবি করতে পারিনা!!আর কতো দিন আমাদের অপেক্ষ করতে হবে একটি নির্দলীয়ও নিরপেক্ষ সরকারের জন্য। যে দল দলীয় লোক হিসেবে নয় অপরাধী কে শুধুই অপরাধী হিসেবে দেখতে শিখবে।
সবাইকে আহ্বান জানাচ্ছি সত্যর পাশে এশে দাড়ান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।