আলোময় জগতে পৌঁছতে
সৌরভ ও গৌরব ছড়াতে
জ্ঞানের দরজা হবে খটকটাতে।
আলোর জগৎ প্রকৃতই দেখতে
থাকতে হবে সততার সাথে।
বিশ্বময় আলো ছড়িয়ে দিতে
সাধনা দরকার একাগ্র চিত্তে।
উন্মত্ত হলে সম্পদের মোহে
দুষ্কর পৌঁছানো আলোর জগতে।
নৈতিকতার অবক্ষয়ের মাঝে
নিমজ্জিত হতে হয় ক্লান্তিতে।
দুঃখস্নাত উত্তাল সাগর পাড়ি দিতে
ঈমানের দৃঢ়তা নিয়ে হবে এগুতে।
দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে
১৯৭১ এ মুক্তিযোদ্ধারা একসাথে
লড়াই করেছিলো গৌরব ছড়াতে।
গৌরবোজ্জ্বল স্বাধীনতা টিকিয়ে রাখতে
অনেক কিছু উৎরাতে হবে একমতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।