উর্ধলোকে তাকিয়ে দেখি,
খোলা আকাশের বুকে নক্ষত্ররাজি।
সবটুকু ভালোবাসা উজার করে
মিটিমিটি হাসে কার তরে-
অসীমে দূর দূর হতে কারা হাতছানি দেয়
দূর গগণ গভীরে ওরা কাকে ডাকে হায় !!
আঁধারের অমানিশা কেটে আজ নদীর বুকেতে
তরঙ্গ উদ্বেলিত হয় জ্যোৎস্নার হাসিতে
মর্ত্যের নগরী ছেড়ে অসীমের বুকে,
মর্ত্যের মানবী অপ্সরী ন্যয় নাচে।
তার ঐ মনোহরিণী নৃত্যের ছন্দে
শিহরিত হয় প্রকৃতি প্রতি অঙ্গে
বাকহীন প্রকৃতি আজ তারই মধ্যে
মেতে উঠে তব - নব ছন্দ সৃষ্টির আনন্দে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।