বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
[ পৃথিবীর সব ভালো মানুষগুলি তারা হয়ে আকাশে জ্বলজ্বল করছে........সবচেয়ে উজ্জল ভাবে জ্বলছে ধ্রুবতারা .... সকল পথহারা মানুষের পথের দিশারী হয়ে .....এই ধ্রুবতারাও কিন্তু একদিন পথ হারিয়েছিলো ....হারিয়ে গিয়েও সে ঠিকি খুঁজে নিয়েছিলো তাঁর অমোঘ গন্তব্য । ।
মহাকালের খুনীরা তাকে গুম করতে পারেনি ..... ]
"আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কতকাল তুমি রবে দিশেহারা ....."
ধ্রুবতারা ! ! ! তুমি কি আমার বন্ধু হবে ? জানো, আমার না কোন বন্ধু নেই । বন্ধুদের হতে হয় নিঃস্বার্থ ,সৎ আর সরলমনা ; কিন্তু এখানে সবার সি্নগ্ধ হাসির আড়ালে লুকিয়ে খেলা করে এক প্রতাপশালী দানব ...তারা বন্ধুত্বকে নিলামে উঠায় পরিহাসছলে । আমি ভয় পাই না, এক অসীম ধৈযর্্য নিয়ে অপেক্ষা করি দানবের মুখোমুখি হতে,দানবও ধেযর্্য নিয়ে বসে থাকে আমার বাঁধভাাঙ্গার আশায় ।
আমি পারি না , আমি বারবার হেরে যাই ....স্বার্থের দানবের কাছে । তাদের বন্ধুত্বের আহবানে সাড়া দেয়া যায় কিন্তু মন থেকে তাদের বন্ধু বলে ভাবতে পারি না .....
নীল ধ্রুব ! ! ! হবে ? তুমি কি হবে আমার বন্ধু ? .....জানো ! অভিযান শেষ না করেই আমি পথ হারিয়েছি । মানুষের গহীণ অরণ্যে পথ খুঁজে পাওয়া যে কি কঠিন ....রাক্ষস,খোক্কস কিংবা দানবের সাথে আমি লড়াই করে পথের হদিস পেতে পারি কিন্তু মানুষ ? মানুষের সাথে আমি যে পারি না .....আমি কি করে আর কারো স্বপ্ন ভঙ্গের কারণ হবো ? আমাদের স্বপ্নগুলো কেনো যে এত অভারল্যাপড হয় ? কেনইবা আমরা পরস্পরের স্বপ্নগুলোর মাঝে সমযোজী বন্ধন তৈরী করতে পারিনা । কেনো কখনও কখনও মানুষ হিসেবে আমরা এতটা এক্সক্লুসিভ , এতটা লোভী ?
জানো ! এই গহীন অরণ্যে কেউ আসেনি আমাকে পথের নিশান দিতে । কেইবা আসবে ? আগেই ত বলেছি আমার কোন বন্ধু নেই, বন্ধু বাছাইয়ে আমি যে বড় চুজি, এতটুকু ক্লেশ, এতটুকু কালিমাও আমার সয় না ।
আর আমিইবা কি করেছি আমার বন্ধুদের জন্যে.....মনের বাতায়নে শুভ ধারণা শুধু পুষে রাখলেই কি হয় ।
নীল ধ্রুব ! ! ! জানো ! এমনি করে নিঃসীম আধারের পথহারা পথিক হয়েও কাউকে ডাকিনি .... ডাকলে হয়ত অনেকেই সাড়া দিতো উৎফুল্ল স্বরে, পথহারা পথিকের তৃষ্ণা মিটিয়ে তৃপ্তি পেত ।
এসেছিলো একজন ...একরাতে চকিতে যমদূতের মত ...অর্ধেক গ্রাসে আমাকে নড়ে উঠতে দেখে তেমনি দ্রুততায় ফেলে রেখে চলে যায় । মানবের প্রাণ এত নরম আবার এত শক্ত !
নীল ধ্রুব ! ! ! তোমাকেউ বিরক্ত করবো না, হারিয়ে যাওয়া পথের সন্ধান চাইবো না, শুধু অলক্ষে তোমার মতই অপলকে চেয়ে দেখব পড়ন্তপৃথিবী জীবন্ত মানুষগুলোকে ! কখনওবা চোখের তারায় আঁকব তাদের অবাক দৃষ্টির স্ফূরণ ।
নীল ধ্রুব ! ! ! তুমি কি হবে ? হবে আমার ্বন্ধু? যাবে আমার সাথে তেপান্তরের পথে....পারবে না আমাকে বের করে আনতে বন্ধ কামরা থেকে ? আমি তৈরী থাকবো, জানালার পাশে নিঘর্ুম রাত কাটাবো , শুধু তোমার সময় হলে বলো ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।