আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবতারা

পঙ্খিরাজে চাদেঁর দেশে

জুঁই চামেলী ফুল ফুটেছে হৃদয় বাগিচায় সবুজ ঘাসে চেয়ে আছে সুখের গালিচায়, সব ভাবনার মূল ফটকে তুমি থাকো খাড়া তোমায় দেখার অপেক্ষাতে পড়ল মনে সাড়া । আশা-বাসা আমার কাছে সব হয়েছে গত চোখের জ্যোতি হয়ে তুমি থাকবে অবিরত। প্রজাপতির রঙিন ডানায় স্বপ্নগূলি মাখা রামধনুকের সাত রঙে নীলাকাশে আঁকা, ঘরে পরে সবার মনে লাগল খুশির ধুম তাকিয়ে আছে চন্দ্রতারা পড়শি ও কুটুম। চন্দ্র আছে আমার ঘরে তুমি ধ্রুবতারা চাঁদ তারকার মিলনমেলায় আমি আত্মহারা! প্রেম কাননে সুখ কুড়াতে তুমি হবে ওলি এই ভূবনে লাগবে যখন তোমার চরণ ধূলি। ধরার ধূলি গায়ে মেখে জীবন করো ধন্য জ্ঞানের শিখায় অনন্তকাল থাকবে অনন্য !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।