আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবতারা কথা বলে



ও আমার সাথ দেয় না, আমার সফলতার ভয় .. আমার স্বার্থকতার স্বপ্ন গুলো যদি সত্যি হয়ে যায়। ও যেন কেমন স্বার্থ-লোভী, নিজের ইচ্ছে মতো চলে .. তবুও আমি কেন পাইনা ওর ছোয়া? সাফ্যলের নিরিখে । শুধু ব্যর্থতা, ব্যর্থতা...আর হেরে যাই আমি, ওর অভাবটা খুব অনুভব করি....... হ্যাঁ,শুধু অনুভবই করি । উপস্হিত কিছু বাস্তবের সামনে নিজেকে খুব বিলীন মনে হয় । আর ওর গোপনতার চাওয়া, ওর এসেও না আসা... মিলে যায় আমার সমষ্টির নিরাশা।

ও যদি আমার পাশে এসে বলে---------- তোমার স্বপ্ন গুলি স্যতি করব আমার জাদুর ছলে। কেমন জানো অবিশ্বাসের ঘ্রান, তবুও বিশ্বাসের হাতছানি আর, আমার আমিটা আজ শুধু জানে অপমান আর গ্লানি। তবুও তো ওকে বিশ্বাস করতে হয়, কেমন জানো কিছুর অভাব থাকে মনে। আর আমার চাওয়ার ফলে..পাওয়ার ফল ব্যার্থ গোপনে। সবাই কতো উচ্ছ্বাসিত,ওকে কাছে পাওয়ার আনন্দ.. সাফ্যলের অংশীদার আর জোৎসনা মাখা আলো ।

আর আমি যখন হারিয়ে যাই...আমার অসতিত্ত্ব,আমার উপলব্ধি,আমার নিয়ন্ত্রন বলে... সাদা কে সাদা বলো, আর কালো কে বলো কালো। তবে বাঁচতে আমায় হবেই, শুধু তুমি নেই মোর পাশে.. জীবন, মন আজ ভারাক্রান্ত এ পৌষ মাসে বলো, আসবে তুমি? আমার কাছে? নাকি একলা চলবো পথ এটাই আমার জীবন লিপি...আর ভাগ্য টা অসৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।