একাধারে ধীরে ধীরে নিরিবিলি যায় শুনে নারে নাহি ফিরে, দিন গুলি হায় আসে তেরে ক্ষ্যাপাস্বরে, কহে কাল দিন খোজ কারে দেখো তারে, যে আছে বিলীন খুজিয়া দেখিলাম সে আর কেহ নয় ফিরিয়া পাইলাম যে কাটাইবে ভয়। সংকলন ১ দেখুন
সংকলন ২
১১. আমি এত শক্তিমান তা আগে জানা ছিল না। আজকাল মিত্র নয়, শত্রুর সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পায়।
১২. যে বুদ্ধিজীবি নিজের সময় ও সমাজ নিয়ে সন্তুষ্ট, সে গৃহপালিত পশু।
১৩. পা, বাংলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরত্বপূর্ণ।
পদোন্নতির জন্য এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোন উদ্বেগ নেই।
১৪. এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত।
১৫. বাঙালী আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনো কখনো সফল হ্য়;এবং সফল হওয়ার পর বাঙালির মনে থাকে না কেনো সে আন্দোলন করেছিল।
১৬. নিন্দুকেরাপুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য ; কিন্তু প্রশংসাকারীর পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট।
১৭. কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় তার সাথে কখনও সাক্ষাৎ না করা।
১৮. রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত বস্তু: একটি ব্যধি অপরটি স্বাস্থ্য।
১৯. মানুষ মরনশীল , বাঙালী অপমরণশীল।
২০. ফুলের জীবন বড়ই করুণ । অধিকাংশ ফুল অগোচরেই ঝরে যায়, আর বাকীরা ঝোলে অসৎ এর গলায়।
চলবে.......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।