মনে যদি অনেক দুঃখ থাকে একটা কাজ করতে পারেন , হয় গান শুনবেন ( সফ্ট মেলডিয়াস হলে ভাল হয় ) অথবা প্রিয় কোন জায়গায় একাকী হাঁটতে পারেন ৷ মনটা কিছুটা হলেও ভালো হতে পারে আবার আরো বেশি খারাপ হয়ে যেতে পারে । তবে যা ই পান না কেন কিছু একটা অনুধাবন করতে পারবেন ।
এক>>
নিরপেক্ষতা একটি পক্ষ ।
দুই>>
গণতন্ত্র মূল্যবান ঘোড়ার ডিম ।
তিন>>
রাজনীতি দাবার চাল
ভালো চাললে বাজিমাৎ করা যায় ।
চার>>
এখন জ্ঞানী জ্ঞান অর্জন করেন
অথচ দুর্জন কিছু না করেই সামাজিক প্রতিষ্ঠা লাভ করে ।
পাঁচ>>
শোষণ সবচেয়ে অশ্লীল এবং কুৎসিত ।
ছয়>>
এক বিষয়ে যে শেখে সে শিক্ষিত নয় মূর্খ ও নয় ।
সাত>>
মন কথা বলে
মুখ প্রকাশ করে
আর হৃদয় ভালোবাসে ।
আট>>
প্রেমের প্রথম প্রকাশ আবেগ
দ্বিতীয় প্রকাশ ভালোবাসা
তৃতীয় প্রকাশ বিরহ ।
নয়>>
সুন্দরী রূপে কে না মোহিতো ।
দশ>>
বিরহ ব্যতীত প্রেম হয়না ।
[ সংগৃহীত -মোহাম্মদ আলীর প্রেমের প্রবচগুচ্ছ ] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।