আমাদের কথা খুঁজে নিন

   

প্রবচনগুচ্ছ - হুমায়ন আজাদ ( সংকলন - ১)

একাধারে ধীরে ধীরে নিরিবিলি যায় শুনে নারে নাহি ফিরে, দিন গুলি হায় আসে তেরে ক্ষ্যাপাস্বরে, কহে কাল দিন খোজ কারে দেখো তারে, যে আছে বিলীন খুজিয়া দেখিলাম সে আর কেহ নয় ফিরিয়া পাইলাম যে কাটাইবে ভয়। বাংলা সাহিত্যে লক্ষ লক্ষ প্রবাদ - প্রবচনে সমৃদ্ধ । যা আমরা জানা অজানাই, বুঝে না বুঝে হরহামেশাই কথা বলতে এমনকি ঝগড়া করতেও ব্যবহার করছি । না আমি ওগুলো নিয়ে লিখব না । ওগুলো বেশি ভাগ ক্ষেত্রে সহজ কথার মজাদার উপায়ে অর্থ প্রকাশ করতো।

সমাজের বর্তমান অবস্থা নিয়ে বহুল সমালোচিত লেখক, উপন্যাসিক, প্রাবাদ্ধিক, সমালোচক ও সবার উপরে একজন শিক্ষক হুমায়ন আজাদ স্যার এর লেখা প্রবচন গুলো অন্য সব থেকে একটু ভিন্ন। সেগুলো থেকে কিছু নির্বাচিত প্রবচন সবার জন্য । নিজেই বিচার করুন ভিন্নতা। প্রবচনগুচ্ছ ১. মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। ২. শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।

৩. ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে বিমান যায় না। ৪. অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখনও তারা বিপ্লবের অভিনয় করে। এটা সবাই বোঝে, শুধু তারাই বোঝে না।

৫. এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। ৬. মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু বাঙ্গালির ওপর বিশ্বাস রাখা বিপদজ্জনক। ৭. শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ-সমাজ শিক্ষক চায় না, চোর, চোরাচালানি, দারোগা চায়। ৮. পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ; কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হ'তে পারে নি।

৯. প্রতিটি সার্থক প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে। ১০. ভক্ত শব্দের অর্থ খাদ্য। প্রতিটি ভক্ত তার গুরুর খাদ্য। তাই ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়। চলবে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.